ছেলেকে কোপ মারায় প্রেমিক-সহ গ্রেফতার মা

ছেলে খুনে অভিযুক্ত মা ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে শালতোড়ার দিকতোড় এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃত বসমাতা বাউরি ও উত্তম বাউরিকে আজ রবিবার বাঁকুড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গঙ্গাজলঘাটি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০১:২২
Share:

রক্ত: এখানেই ফেলে রাখা হয় বিকাশের দেহ। ফাইল চিত্র

ছেলে খুনে অভিযুক্ত মা ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে শালতোড়ার দিকতোড় এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃত বসমাতা বাউরি ও উত্তম বাউরিকে আজ রবিবার বাঁকুড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সকালে গঙ্গাজলঘাটির বড়জুড়ি এলাকার চালিবাড়িডি গ্রামের কিশোর বিকাশ বাউরির (১২) রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটি পুকুর পাড়ে। ঘটনার পরে বিকাশের বাবা অজিত বাউরি নিজের স্ত্রী বসমাতা ও তার প্রেমিক স্থানীয় ভিড়িঙ্গী গ্রামের বাসিন্দা উত্তম বাউরির বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

ঘটনার দিন বুধবার রাতে অজিতবাবু বাড়িতে ছিলেন না। অজিতবাবুর প্রৌঢ়া মা যামিনীদেবী ঘুমিয়ে পড়েছিলেন। খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী বিকাশের জেড়তুতো ভাই গৌরাঙ্গ বাউরি জানায়, রাতে বসমাতার কাছে আসে তার প্রেমিক উত্তম। সেখানে উত্তম মদ্যপান করছিল। হঠাৎ বসমাতাকে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যাচ্ছিল সে। বিকাশ মাকে পালাতে দেখে প্রতিবাদ করে। তা নিয়ে উত্তমের সঙ্গে তার বচসা শুরু হয়। উত্তেজিত অবস্থায় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে বিকাশের গলায় কোপ মারে উত্তম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

এরপরে বসমাতা ও উত্তম বিকাশের দেহ নিয়ে গিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে চম্পট দেয়। পুলিশ অভিযুক্ত দু’জনের খোঁজ শুরু করেছিল। গোপন সূত্রে খবর পেয়েই এ দিন দু’জনকে দিকতোড় এলাকা থেকে আটক করে গ্রেফতার করে পুলিশ।

অজিতবাবুর আক্ষেপ, “স্ত্রীর অবৈধ সম্পর্কের জন্য প্রায়ই বাড়িতে অশান্তি হতো। তারপরেও সে ওই লোকটার সঙ্গে সম্পর্ক ছাড়েনি। এমনকী নিজের ছেলেকে ওই লোকটা খুন করার পরেও সে চুপ করে থাকল। এমনটা হতে পারে, কল্পনাও করতে পারিনি।” অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন