সুরক্ষিত মাতৃত্ব দিবস উদযাপন

জেলায় হাসপাতালে প্রসব বা ইনস্টিটিউশন ডেলিভারির হার শতাংশের হিসাবে ৯৩ শতাংশ। শিশুদের টিকাকরণের হার ৯২ শতাংশ। কিন্তু ৯২ বা ৯৩ শতাংশে থেমে থাকা নয় দুটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ছুঁতে হবে ১০০ শতাশং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০০:৪৯
Share:

কোলে: সিউড়িতে। নিজস্ব চিত্র

জেলায় হাসপাতালে প্রসব বা ইনস্টিটিউশন ডেলিভারির হার শতাংশের হিসাবে ৯৩ শতাংশ। শিশুদের টিকাকরণের হার ৯২ শতাংশ। কিন্তু ৯২ বা ৯৩ শতাংশে থেমে থাকা নয় দুটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ছুঁতে হবে ১০০ শতাশং। মঙ্গলবার সুরক্ষিত মাতৃত্ব দিবস উদযাপন করতে গিয়ে এমন অঙ্গীকার করলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্যদফতরের কর্তারা।

Advertisement

জেলার প্রতিটি ব্লক হাসপাতালে এই দিনটি উদযাপন করলেও মূল অনুষ্ঠানটি হয় জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের করণের ঠিক পাশেই। ছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, সিএমওএইচ হিমাদ্রি আড়ি-সহ জেলার বহু স্বাস্থ্য কর্তারা। সুরক্ষিত মাতৃত্ব আদতে কী। একজন সন্তানসম্ভবা মাকে কেন হাসপাতালে যেতে হবে। কেন শিশুর টিকাকরণ জরুরি একজন অসুস্ত শিশু ও মা সরকারি ভাবে কী কী সুবিধা পেতে পারেন তার বিস্তৃত আলোচনা ও সচেতনতা বৃদ্ধিই মূল উদ্দেশ্য জানান সিএমওএইচ। নিমন্ত্রিত ছিলেন কিছু প্রসূতি ও অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁদের শিশুরা। ছিল এএনসিইউ থেকে সুস্থ হয়ে ফেরা শিশু এবং শিশু সাথী প্রকল্পে হৃদরোগের সমস্যা সারিয়ে ফেরা শিশু ও তাদের মায়েরা।

স্বাস্থ্যদফতর জানিয়েছে, আগত মা ও শিশুদের জন্য শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন। এবং মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষার নানা ধরনের পরীক্ষার ব্যবস্থাও ছিল। সকলের উপস্থিতিতে ইনস্টিটিউশন ডেলিভারি ও শিশুদের টিকাকরণের হার বৃদ্ধির কথা উঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement