দুনিয়ার খবর বারান্দায় সাঁটা

বিশ্ব-দর্শনের সুযোগ করে দিল স্কুলে চালু হওয়া নিউজ কর্নার। বুধবার শিশুদিবসে কেন্দার বালকডি কেবিএম হাইস্কুলে চালু হওয়া ওই কর্নারে খবরের কাটিং দেখেই তারা জানতে পারল, পুরুলিয়া জেলা প্রশাসন জেলার বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র পরিবেশ দূষণমুক্ত এলাকা হিসাবে চিহ্নিত করতে যাচ্ছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কেন্দা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০০:৪২
Share:

দেওয়ালে চোখ। নিজস্ব চিত্র

কেরলের বন্যার কথা অল্পবিস্তর পড়শিদের কাছে শুনেছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া শ্যামসুন্দর মাহাতো। কিন্তু, তার ভয়াবহতার কথা জানতে পারে পরে স্কুল থেকে ওই রাজ্যে অর্থ সাহায্য পাঠানোর সময়। এর বাইরে দেশ-বিদেশে কত কিছুই ঘটে যাচ্ছে, কিন্তু, তা শ্যামসুন্দরের মতো ছেলেমেয়েদের কাছে পৌঁছচ্ছে না। তাদের সামনে সেই বিশ্ব-দর্শনের সুযোগ করে দিল স্কুলে চালু হওয়া নিউজ কর্নার। বুধবার শিশুদিবসে কেন্দার বালকডি কেবিএম হাইস্কুলে চালু হওয়া ওই কর্নারে খবরের কাটিং দেখেই তারা জানতে পারল, পুরুলিয়া জেলা প্রশাসন জেলার বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র পরিবেশ দূষণমুক্ত এলাকা হিসাবে চিহ্নিত করতে যাচ্ছে।

Advertisement

এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৮০০। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই নিউজ কর্নার ছাত্রছাত্রীদের মনের জানলা খুলে দেবে। স্কুলের প্রধানশিক্ষক তাপসকুমার মাহাতো বলেন, ‘‘আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি, সেখানে প্রতিদিন খবরের সংক্ষেপ পাঠ করে শোনানো হত। কিন্তু তাও নিয়মিত ছিল না। কোনও পড়ুয়া স্কুলে অনুপস্থিত থাকলে সে আবার খবরটা জানতেই পারত না।’’ তিনি এই স্কুলে প্রধানশিক্ষকের দায়িত্ব নিয়ে আসার পরে স্কুল পরিচালন সমিতির সঙ্গে কথা বলে এই নিউজ কর্নার চালুর সিদ্ধান্ত নেন।

কী কী খবর থাকছে নিউজ কর্নারে? স্কুল থেকে জানা গিয়েছে, খবর সংগ্রহ করা এবং কী ধরনের খবর থাকবে তা বাছাই করার দায়িত্ব কয়েকজন শিক্ষককে দেওয়া হয়েছে। মূলত খেলাধুলো, বিজ্ঞান, সঙ্গীত, ভ্রমণ প্রভৃতি পড়ুয়াদের জ্ঞান বৃদ্ধির সহায়ক হয়— এমন সংবাদ বাছাই করে দেওয়া হচ্ছে। সঙ্গে রঙিন ছবি।

Advertisement

তনুশ্রী মাহাতো, কাশীনাথ মাহাতো, সায়ন্তনী মাহাতোদের মতো পড়ুয়ারা বলে, ‘‘আমাদের অনেকের বাড়িতে টিভি নেই। এত দিন স্কুলে খবরের কাগজ এলে, আমাদের পড়য়ার সুযোগ তেমন ছিল না। এ বার নিউজ কর্নারেই সব খবর পেয়ে যাব।’’

স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত মাহাতো বলেন, ‘‘গোপালনগর হাইস্কুলের পড়ুয়া সায়রা খাতুনের বিয়ে রুখে ফুটবল খেলার আগ্রহের কথা সংবাদপত্র মারফত জানতে পারলাম। না হলে লাগোয়া এলাকার ঘটনা আমাদের কাছে অজানাই থেকে যেত।’’ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বারান্দার দেওয়ালে সাঁটা নিউজ কর্নারের সংবাদ ফি সপ্তাহে পাল্টানো হবে।

বুধবার স্কুলের অনুষ্ঠানে গিয়ে জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, ‘‘এটা গতির যুগ। প্রতি মূহূর্তে সংবাদের জন্ম হচ্ছে। তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে। নিউজ কর্নার পড়ুয়াদের সাধারণ জ্ঞান বাড়ানোর পক্ষে সহায়ক হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন