তার ও লোহা চোরাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ন’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাত ১২টা নাগাদ পুরুলিয়া মফস্সল থানার রায়বাঘিনী মাঠে হানা দিয়ে পুলিশ তাদের ধরে। তারা একটি ট্রাক ও একটি ছোট গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। ধৃতেরা হুড়া, পাড়া ও জয়পুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ গাড়ি দু’টি আটক করেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিনজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকিদের জেল হাজতে পাঠান।