Maoist

maoist martyrs week: মাওবাদীদের শহিদ সপ্তাহ, কড়া নিরাপত্তা জঙ্গলমহলের সমস্ত থানা এলাকায়

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একদা মাওবাদী অধ্যুষিত ২৯টি থানায় ফের হাই অ্যালার্ট জারি। থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৮:৩০
Share:

ফাইল ছবি।

মাওবাদীদের শহিদ সপ্তাহ শুরু হয়েছে। চলবে ৩ অগস্ট পর্যন্ত। এই উপলক্ষে গোটা জঙ্গলমহলকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। চলছে নাকা চেকিং। ঝাড়খণ্ড সীমান্ত ঘেষা পুরুলিয়ায় এখন মাওবাদীদের ক্রিয়াকলাপ শূন্য। তবুও এই শহিদ সপ্তাহে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ।

Advertisement

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একদা মাওবাদী উপদ্রুত ২৯টি থানা এলাকায় রাজ্য পুলিশের তরফে হাই অ্যালার্ট জারি হয়েছে। পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার থানাগুলিকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘আমাদের নাকা চেকিং অভিযান চলছে। আরও বেশ কিছু পদক্ষেপ করেছি। বিশেষ করে জঙ্গলমহলের থানাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।’’ শহিদ সপ্তাহ পালনের সময় মাওবাদীরা বিভিন্ন সময়ে নাশকতামূলক কাজ করে থাকে, তাই রাজ্য পুলিশের তরফে এই বিশেষ নজরদারি বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন