Ganja recovered from a bike

লোন রিকভারি এজেন্টদের পুলিশ ভেবে বাইক ফেলে চম্পট, বীরভূমে সেই বাইক থেকে উদ্ধার গাঁজা

সিউড়ি থানার পুলিশ যে বাইকটি বাজেয়াপ্ত করেছিল, সেই বাইক থেকেই উদ্ধার হয় কেজিখানেক গাঁজা। পুলিশ বাইকের মালিকের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৬:২৪
Share:

বাজেয়াপ্ত হওয়া বাইক থেকে উদ্ধার হল গাঁজা। — নিজস্ব চিত্র।

ঋণপ্রদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে বাইক কিনেছিলেন। কিন্তু কিস্তি বা ইএমআইয়ের টাকা দেননি। তাগাদা দিতে এসেছিলেন সংস্থার প্রতিনিধিরা। চলতি ভাষায় যাঁদের বলা হয় ‘লোন রিকভারি এজেন্ট’। সেই এজেন্টদের দেখে পুলিশ ভেবে বাইক ফেলে চম্পট দেন বাইকের মালিক। এহ বাহ্য, সেই বাইক থেকেই উদ্ধার হয়েছে কেজিখানেক গাঁজা। এমনই কাণ্ড বীরভূমের সিউড়ি থানা এলাকার হাটজন বাজারে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাইক কিনে কিস্তির টাকা দিচ্ছিলেন না দুই গ্রাহক। বার বার ফোন করেও টাকা না মেলায় লোন রিকভারি এজেন্টরা গিয়েছিলেন বাইকের কিস্তির টাকা তুলতে। সেই এজেন্টদেরই সাদা পোশাকের পুলিশ ভেবে ভুল করেন গ্রাহকরা। তাঁরা ভেবে বসেন, পুলিশ আসছে গ্রেফতার করতে। ভয়ের চোটে বাইক ফেলে চম্পট। গ্রাহকরা পালিয়ে যাওয়ায় পুলিশে খবর দেন লোন রিকভারি এজেন্টরা। পুলিশ এসে বাইকটি সিউড়ি থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই বাইক থেকে কেজিখানেক গাঁজা উদ্ধার হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন