সিপিএমের ধিক্কার মিছিল

বিরোধী থেকে সংবাদমাধ্যম শাসক দলের আক্রমণের শিকার। রাজ্যজুড়ে ক্রমাগত গণতন্ত্রের উপর জঘন্য আক্রমণের প্রতিবাদে সোমবার সাঁইথিয়ার সাকিরাপাড়ে এবং মহম্মদবাজারের ধিক্কার মিছিল ও সভা করল বামফ্রন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০১:৫৩
Share:

সোমবার সাকিরাপাড়ে সিপিএমের মিছিল। —নিজস্ব চিত্র

বিরোধী থেকে সংবাদমাধ্যম শাসক দলের আক্রমণের শিকার। রাজ্যজুড়ে ক্রমাগত গণতন্ত্রের উপর জঘন্য আক্রমণের প্রতিবাদে সোমবার সাঁইথিয়ার সাকিরাপাড়ে এবং মহম্মদবাজারের ধিক্কার মিছিল ও সভা করল বামফ্রন্ট।

Advertisement

গত ২ সেপ্টেম্বর বন‌্‌ধকে ঘিরে সাকিরাপাড়ের একটি হিমঘরের বাম শ্রমিক সংঘঠনের উপর অত্যাচার, রাজ্যজুড়ে বিরোধী দলের কর্মী সমর্থক, শিক্ষা ব্যবস্থা এবং সর্বপরি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে এ দিন সাকিরাপাড়ের সভায় হাজার দুয়েক সিপিএম সমর্থক হাজির ছিলেন। এ দিনের সভায় ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী, সাঁইথিয়ার জোনাল সম্পাদক জুরান বাগদি-সহ স্থানীয় নেতারা।

মনসাবাবু বলেন, ‘‘রাজ্যে আইন বলে কিছু নেই। ধর্ষণ থেকে খুন যাই করো, তৃণমূল করলে সব মাপ। আর এসব অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করলে জুটবে পুলিশের লাঠি ও অজামিন যোগ্য ধারায় মিথ্যা মামলা।’’

Advertisement

অন্যদিকে মহম্মদবাজারে এ দিন মিছিলে পা মেলান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, সাঁইথিয়ার বিধায়ক ধীরেন বাগদি, জোনাল সম্পাদক প্রভাস মাল-সহ স্থানীয় নেতৃত্ব। মিছিলের স্লোগানে ছিল সাঁইথিয়ার মিছিল ও সভার প্রতিবাদী ভাষা। রামচন্দ্র ডোম বলেন, ‘‘এই সরকার ভুলে গেছে এটা গণতান্ত্রিক দেশ। চারিদিকে খুনোখুনি, ভোট লুঠ, বোমাবাজি, গুলি, ধর্ষণ, নেতাদের লাগাম ছাড়া অশ্লীল মন্তব্য। এসবের প্রতিবাদে ধিক্কার মিছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন