দাবি যান নিয়ন্ত্রণের

বাসের ধাক্কায় মৃত্যু, দেহ তুলতে বাধা

বোলপুর থেকে মোটরবাইকে বাড়ি ফেরার পথে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক সিআরপিএফ কনস্টেবলের। মৃতের যুবকের নাম সাদ্দাম হোসেন (২৯)। বাড়ি বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের লাউদহ গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৫
Share:

বোলপুর থেকে মোটরবাইকে বাড়ি ফেরার পথে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক সিআরপিএফ কনস্টেবলের। মৃতের যুবকের নাম সাদ্দাম হোসেন (২৯)। বাড়ি বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের লাউদহ গ্রামে। মঙ্গলবার পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের ঘিদহ ও বেজরা লাগোয়া কাঠের সেতু এলাকায়। এ দিন বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ তুলতে গেলে, প্রথমে বচসা এবং পরে ঝামেলা বাধে। রাত পর্যন্ত পুলিশকে দেহ তুলতে দেননি আন্দোলনকারীরা। তাঁদের দাবি, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। ইদের ছুটিতে গ্রামের বাড়ি লাউদহ এসেছিলেন মেদিনীপুরে কর্মরত সিআরপিএফ কনস্টেবল সাদ্দাম হোসেন। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে অবরোধ এবং বিক্ষোভ শুরু হয়। পুলিশ পৌঁছলে তাদের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের। বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন