Bankura Death Case

বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদ থেকে ফের উদ্ধার দেহ! মহিলাকে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলেন মাঝিরা

চলতি বছর বর্ষার শুরু থেকেই ফুলেফেঁপে উঠেছে দ্বারকেশ্বর নদ। বাঁকুড়ায় জলের তোড়ে ভেসে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৫১
Share:

দ্বারকেশ্বরের তীরে শোরগোল। —নিজস্ব চিত্র।

আবার দ্বারকেশ্বর থেকে উদ্ধার হল মৃতদেহ। রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার দমদমা ফেরিঘাটের অদূরে দ্বারকেশ্বর নদে এক মহিলাকে ভাসতে দেখেন স্থানীয়েরা। ফেরিঘাটের নৌকার মাঝিদের চোখে পড়তেই তাঁরা গিয়ে দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement

বিষ্ণুপুর থানার পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মালা শীট। বয়স ৬২ বছর। দ্বারকেশ্বরের জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বস্তুত, গত এক মাস ধরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া দ্বারকেশ্বর থেকে এই নিয়ে আট জনের দেহ উদ্ধার করা হয়েছে।

চলতি বছর বর্ষার শুরু থেকেই ফুলেফেঁপে উঠেছে দ্বারকেশ্বর। জলের তোড়ে ভেসে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। শুধু দ্বারকেশ্বর নদেই জলে ডুবে গত এক মাসে চার স্কুল পড়ুয়া-সহ মোট ৮ জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

রবিবার সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরিঘাটে এক মহিলার মৃতদেহ ভেসে আসতে দেখেন নৌকার মাঝিরা। তড়িঘড়ি তাঁরা নৌকা নিয়ে গিয়ে দেহের কাছে পৌঁছোন। মৃতদেহটি নৌকার সঙ্গে বেঁধে পারে নিয়ে যান। তাঁদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ফেরিঘাটে গিয়ে দেহ উদ্ধার করে। জানা যায়, মৃতার নাম-পরিচয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামের বাসিন্দা মালা স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন। তাঁর দেহ ভেসে ওঠে বিষ্ণুপুরের দমদমা ফেরিঘাটে। বিষ্ণুপুর জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement