Soumitra Khan

Saumitra Khan and Sujata Mondal Khan: সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে চান সৌমিত্র, আদালতে বিবাহবিচ্ছেদের মামলা বিজেপি সাংসদের

বাঁকুড়া জেলা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মামলা করার কথা স্বীকারও করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৪:৪৬
Share:

সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ। — ফাইল চিত্র

স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্ক ছিন্ন করতে চান বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেছেন তিনি। মামলা করার কথা স্বীকারও করে নিয়েছেন ওই বিজেপি সাংসদ।
সোমবার আদালত চত্বরে দাঁড়িয়ে সাংসদ সৌমিত্র বলেন, ‘‘গত দু’বছর ধরে সুজাতার সঙ্গে আমার সম্পর্কের টানাপড়েন চলছিল। আমি গত বছর জানুয়ারি এবং মার্চ মাসে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলাম। আজ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলাম।’’ সৌমিত্রর দাবি, ‘‘রাজনীতির জন্যেই আজ রাজনীতিক সৌমিত্র খাঁ তৈরি হয়েছে। রাজনীতিই জীবন। এর বেশি আমি কিছু বলব না।’’

Advertisement

সৌমিত্রর আইনজীবী সোমনাথ রায়চৌধুরী বলেন, ‘‘আগে আইনি নোটিস দেওয়া হয়েছিল। আজ বিবাহবিচ্ছেদের মামলা রুজু হল।’’

স্বামীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে মুখ খুলতে চাননি সুজাতা। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে আমার যা বলার তা পরে বলব।’’

Advertisement

২০২০ সালের ২১ ডিসেম্বর সুজাতা যোগ দেন তৃণমূলে। এর পর সৌমিত্র সাংবাদিক বৈঠক করে তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক না রাখার কথা ঘোষণা করেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আবার ওই সময়েই তিনি স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠানোর ঘোষণাও করেন। সেই সময় সুজাতার উদ্দেশে তাঁর প্রশ্ন ছিল, ‘‘আমি কি খুব পাপী?’’ রাজনীতির জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেবেন বলে দাবি করে তিনি আরও বলেন, ‘‘সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement