সোমার সোনা, ঋষভের রূপো

ঝাড়খণ্ডের দেওঘরে সদ্য সমাপ্ত ২৭তম জুনিয়র পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক মিটে লংজাম্পে সোনা জিতল পুরুলিয়ার মেয়ে সোমা কর্মকার। অনূর্ধ্ব ১৮ বিভাগে সোমা ৫.৩৫ মিটার লাফিয়ে সোনা জিতেছে বলে জানা গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০১:৪১
Share:

ঝাড়খণ্ডের দেওঘরে সদ্য সমাপ্ত ২৭তম জুনিয়র পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক মিটে লংজাম্পে সোনা জিতল পুরুলিয়ার মেয়ে সোমা কর্মকার। অনূর্ধ্ব ১৮ বিভাগে সোমা ৫.৩৫ মিটার লাফিয়ে সোনা জিতেছে বলে জানা গিয়েছে। লংজাম্পে সোনার পাশাপাশি ১০০ মিটার হার্ডলসেও নেমেছিল সোমা। এই বিভাগে তাঁর প্রাপ্তি ব্রোঞ্জ। এর পাশাপাশি দলগত বিভাগে মিডলে রিলেতেও সোমার সোনা এসেছে। উল্লেখ্য, গত জুলাইতে চিনের ইওহন প্রদেশে এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক মিটে সোমা ভারতের হয়ে লংজাম্পে সোনা জিতেছিল। সোমার বারবার সাফল্যে খুশি জেলাবাসী।

Advertisement

ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হল বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ঋষভ বন্দ্যোপাধ্যায়। দেওঘরে কে কে এম স্টেডিয়ামে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর হয়ে গেল প্রতিযোগিতাটি। ওই বিভাগে বাঁকুড়া থেকে একমাত্র প্রতিনিধি ছিল ঋষভ। সম্প্রতি রাজ্য অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব ১৪ বিভাগে প্রথম হয়ে সোনার পদক পেয়েছিল সে। দেওঘর থেকে শনিবার ছেলেকে নিয়ে ফেরেন ঋষভের বাবা বিষ্ণুপুর হাইস্কুলের খেলাধুলোর শিক্ষক অমিত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তিনদিনের এই প্রতিযোগিতায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।” বিষ্ণুপুর কলেজ রোডের বাড়িতে এসে ঋষভকে অভিনন্দন জানান এলাকার ক্রীড়াপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement