Labhpur Blast Case

লাভপুরে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার পুত্র, হাসপাতাল থেকে বেরোনোর সময় পাকড়াও

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে পাকড়াও করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:৪৮
Share:

লাভপুর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতার ছেলে। —নিজস্ব চিত্র।

বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বিস্ফোরণে জখম অভিযুক্তও। তাঁর বাবা শেখ আবসারের দাবি, ছেলে নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

গত ২১ জুন, শুক্রবার হাতিয়া গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দু’জনের। আহত হন তিন জন। ওই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তদন্তে নেমে গ্রামেরই দু’জনকে গ্রেফতার করা হয়। তার পর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে আরও এক জনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ কাইফ। বয়স ১৯ বছর এবং তিনি হাতিয়া গ্রামেরই বাসিন্দা। পুলিশের দাবি, বোমা বিস্ফোরণে অভিযুক্ত তিনি।

কাইফের বাবা শেখ আবসার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে পাকড়াও করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে গিয়েছিল পুলিশ। হাসপাতালের বাইরে থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

ওই যুবকের মুখে ও শরীরে বিস্ফোরণে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশে পোড়ার দাগও আছে। শুক্রবার আদালতে হাজির করিয়ে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লাভপুর থানার পুলিশ। ধৃতের বাবা আবসার বলেন, “আমার ছেলে মাঠে গরুর টাঙ্গা নিয়ে গিয়েছিল। ফেরার সময় দুষ্কৃতীদের বোমাবাজির মধ্যে পড়ে যায় ও। বোমা ফেটে ওর গায়ে লাগে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement