জখম সায়ন। নিজস্ব চিত্র।
ফের লরির ধাক্কায় জখম সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ের এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। অল্পের জন্য রক্ষা পেলেও ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছাড়ায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, সিউড়ি শহর লাগয়ো আবদারপুরের কাছে, পানাগড় মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। রাস্তা পারাপর করার আগে বাবার সঙ্গে বাইকে অপেক্ষা করছিল ওই স্কুল পড়ুয়া।
অভিযোগ, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি হঠাৎ চলতে শুরু করে বাইকে ধাক্কা মারে। তখনই জখম হয় সায়ন ব্রহ্ম নামে ওই শিশু। এরপরই অভিভাবকেরা পথ অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ যায়। এরপরে অবরোধ উঠে যায়। ঠিক হয়েছে, আরও দুই সিভিক ভলান্টিয়ার ওখানে থাকবে। স্কুল আসা যাওয়ার সময় নিয়ন্ত্রিত হবে এফসিআই এর গোডাউনের আসা লরিগুলির গতি।
অভিভাবেকদের দাবি, সরকারি ওই স্কুল (কেন্দ্রীয় বিদ্যালয়) কয়েক মাস আগে জাতীয় সড়ক পেরিয়ে আবদারপুরে নতুন ভবনে সরে এসেছে। কিন্তু তারপর থেকেই অভিভাবকদের একমাত্র চিন্তা জাতীয় সড়ক পারপার করে স্কুল যাওয়া আসার পথে পড়ুয়াদের দুর্ঘটনাগ্রস্থ হওয়ার ভয়। মাস খানেক আগেও রাস্তা পারাপার করতে গিয়ে জখম হয়েছিল উঁচু ক্লাসের ছাত্র। এ দিন ঘটনার পর স্বভাবিকভাবেই তাঁদের ক্ষোভ চেপে রাখেননি অভিভাবকেরা।
অভিভাবক, শিক্ষক অ্যাসোশিয়েশেনের সম্পাদক বিশ্বনাথ গাড়াই বলেন, ‘‘এখানে ট্রাফিক ব্যবস্থা জরুরি। দুর্ঘটনার পরে দু’জন সিভিক ভলান্টিয়ার দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ খুব একটা হয়নি।’’ অভিভাবকদের একটা বড় অংশ বলছেন, জাতীয় সড়কে প্রচুর যানবাহন ছাড়া সামনে এফসিআই-এর গোডাউনের লরিগুলি প্রায়শই ট্রাফিক নিয়ম ভেঙে এই রাস্তায় চালাচল করে।