নানুরে সিপিএমের পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২২:২৮
Share:

এই পার্টি অফিস ঘিরে বিতর্ক। নিজস্ব চিত্র।

বীরভূমের নানুরে খুজুটিপাড়ায় সিপিএমের একটি অফিস দখলের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, সোমবার রাত্রে ওই পার্টি অফিসে তৃণমূলের লোকজন তাদের দলের নাম লিখে পতাকা টাঙিয়ে দখল করে নিয়েছে। যদিও তৃণমূলের দাবি, ওখানে সিপিএমের কোনও পার্টি অফিস ছিল না।

Advertisement

নানুরের সিপিএম নেতা আকবর আলির দাবি, ১৯৬৯ সালে খুজুটিপাড়ায় প্রথম পার্টি অফিস তৈরি হয়। এই পার্টি অফিস থেকেই নানুরের কৃষক আন্দোলন পরিচালিত হয়। সেই পার্টি অফিসেরই দখল নিয়েছে তৃণমূল। সিপিএমের তরফে নানুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা আব্দুল করিম খানের দাবি, ‘‘রাজ্যে সিপিএম, কংগ্রেস বলে আর কোনও দলই নেই তাদের আবার পার্টি অফিস! সিপিএম যদি নথিপত্র দেখিয়ে প্রমাণ করতে পারে ওই পার্টি অফিস তাদের তা হলে তারা পেয়ে যাবে।’’ তাঁর আরও দাবি খুজুটিপাড়ায় সিপিএমের কোনও দিন পার্টি অফিস ছিলই না। নানুর থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন