Arrest

এক আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব ও জাতি বিদ্বেষের অভিযোগে বীরভূমে গ্রেফতার তৃণমুল নেতার ছেলে

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে স্থানীয় এক আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব ও জাত তুলে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগ উঠেছিল কৌশিকের বিরুদ্ধে। এই মর্মে রাজনগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০১:২৩
Share:

—প্রতীকী চিত্র।

স্থানীয় এক আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব ও জাত তুলে অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ উঠেছিল বীরভূমের রাজনগরের এক তৃণমুল নেতার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাজনগর ব্লক তৃণমুলের সহ-সভাপতি রানাপ্রতাপ রায়ের পুত্র কৌশিক রায়কে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে স্থানীয় এক আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব ও জাত তুলে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগ উঠেছিল কৌশিকের বিরুদ্ধে। এই মর্মে রাজনগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় আগে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার সকালে কৌশিককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ।

মঙ্গলবার রাজনগর থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, তৃণমূল নেতার ছেলেকে এত দিন কেন গ্রেফতার করা হয়নি? এই ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেফতার করতে হবে। বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা-সহ অন্যেরা। তাঁরা জানান, প্রত্যেককে গ্রেফতার না করা হলে বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে আদিবাসীদের এনে রাজনগর থানা ঘেরাও করা হবে।

Advertisement

এই ঘটনার পর তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “আইন আইনের কাজ করেছে। আগামীতেও করবে। যে দোষ করেছে বা তার পরিবার কোন দল করে তা প্রশাসনের দেখার দরকার নেই। এটাই তৃণমূলের আমলের স্বাধীনতা। তাই বিজেপি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যে লাফালাফি করছে। আর এতে কোনও লাভ হবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement