অভিযুক্ত তৃণমূল

কর্মীর পুকুরে বিষ, ছুটে গেলেন লকেট

পোস্টার ছেঁড়া, ফ্লেক্সে কালি লেপার পরে এ বার বিজেপি কর্মীর পুকুরে বিষ মেশানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ময়ূরেশ্বরের বহড়া গ্রামের সোমবারের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০১:২৩
Share:

বহরা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

পোস্টার ছেঁড়া, ফ্লেক্সে কালি লেপার পরে এ বার বিজেপি কর্মীর পুকুরে বিষ মেশানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ময়ূরেশ্বরের বহড়া গ্রামের সোমবারের ঘটনা।

Advertisement

রবিবার সন্ধ্যায় বহড়া গ্রামে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পথসভা ছিল। পথসভার আয়োজনের দায়িত্বে ছিলেন দলের স্থানীয় বুথ কমিটির সভাপতি শিবশঙ্কর মণ্ডল। এ দিন সকালে তাঁর বাড়ি লাগোয়া পুকুর থেকে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। শিবশঙ্করবাবুর অভিযোগ, ‘‘তৃণমূলের লোকেরা ওই পথসভা বাতিল করার জন্য হুমকি দিচ্ছিল। পথসভার আগে একপ্রস্ত বোমাবাজিও করে। তা অগ্রাহ্য করে পথসভা করতেই ওরা পুকুরে বিষ দিয়েছে।’’ মাছ বিক্রি করেই তাঁর সংসার চলত বলে দাবি করেছেন শিবশঙ্করবাবু।

এ দিকে, সে খবর পেয়েই গ্রামে পৌঁছন লকেট। তিনি পুকুর থেকে মরা মাছ তুলে দেখেন। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। লকেটের অভিযোগ, ‘‘রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে তৃণমূল এমন পথ নিয়েছে।’’ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক সভাপতি নারায়ণপ্রসাদ চন্দ্রের প্রতিক্রিয়া, ‘‘চমক সৃষ্টি করে দলের দিকে নজর ঘোরাতে চাইছেন বিজেপি প্রার্থী।’’ এ দিকে, এ দিনই মাছ এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement