টিউশনে গিয়ে মৃত্যু!

বীরভূমে ট্রাক্টরের ধাক্কায় ভাঙল বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরও দু’জন

ক্ষতিগ্রস্ত ওই বাড়িতে টিউশনের জন্য গিয়েছিল চার শিশু। পড়া শেষ করে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিল তারা। চার শিশু দরজা দিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময়েই ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে পড়ে তাদের উপরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৮
Share:

বীরভূমে দেওয়াল চাপা পরে শিশুর মৃত্যু। —প্রতীকী চিত্র।

ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। আহত হয়েছে আরও দুই শিশু। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার পলসা গ্রামে। জানা যাচ্ছে, আহত দুই শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই দুই শিশু।

Advertisement

চাষের জমি থেকে ধানবোঝাই করে ফিরছিল ট্রাক্টরটি। সেই সময়েই দুর্ঘটনটি ঘটে। পলসা গ্রামের একটি পুকুরপাড় দিয়ে যাওয়ার সময়ে আচমকাই একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে গাড়ি। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাড়িটিতে ধাক্কা মারে ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় ওই বাড়ির দরজা-সহ কংক্রিটের দেওয়ালের বেশ কিছু অংশ ওই চার শিশুর উপরে গিয়ে পড়ে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত ওই বাড়িতে টিউশনের জন্য গিয়েছিল চার শিশু। পড়া শেষ করে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিল তারা। চার শিশু দরজা দিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময়েই ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে পড়ে তাদের উপরে। দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে সেখানে পৌঁছেছে মুরারই থানার পুলিশ। আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকেও। তবে চালক এখনও বেপাত্তা। তাঁর খোঁজ চালানো হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement