dubrajpur

রাজনীতি দূরে রেখে বিজেপি কর্মীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন তৃণমূল কর্মীরা

তৃণমূল নেতা মুকুল মণ্ডলের উদ্যোগে ও দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিংহের উপস্থিতিতে চরণ ঘোষের ৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২৩:৫৬
Share:

নিজস্ব চিত্র

রাজনীতিতে সহাবস্থানের ছবি ধরা পড়ল বীরভূমের দুবরাজপুরে। বিজেপি সমর্থকের পাঁচ বিঘা জমির ধান মেশিনে কেটে তাঁর বাড়িতে পৌঁছে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি-র অভিযোগ, জেলায় জেলায় তাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা গ্রামছাড়া হয়েছেন। বিজেপি-র অভিযোগ, এ সবই করেছেন শাসকদলের কর্মীরা।

Advertisement

রবিবার বীরভূম জেলার দুবরাজপুর থানার পদুমা অঞ্চলের গৌরাঙ্গী গ্রামে এক অন্য ছবি দেখা গেল। পদুমা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল মণ্ডলের উদ্যোগে ও দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিংহের উপস্থিতিতে গৌরাঙ্গী গ্রামের বিজেপি সমর্থক চরণ ঘোষের ৫ বিঘা জমির ধান মেশিনে কেটে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর এই কাজে হাত লাগান এলাকারই তৃণমূল কর্মীরা। মুকুল মণ্ডল বলেন, “সামনে আসতে চলেছে এক প্রবল দুর্যোগ। আমাদের গ্রামের অনেকেরই মাঠে পাকা ধান আছে। সেই ধান যাতে ঘূর্ণিঝড় আসার আগেই দ্রুত তোলা যায় তার উদ্যোগ নিয়েছি আমরা। আমরা জানতে পারি চরণ ঘোষের ধানও মাঠে। তাঁর শারীরিক ও আর্থিক অবস্থা দেখে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁর ৫ বিঘা জমির ধান মেশিনে কেটে বাড়িতে পৌঁছে দিলাম।”

জমির মালিক চরণ ঘোষ বলেন, “আমার জমিতে পাকা ধান পড়েছিল, তৃণমূলের কর্মীরা আমার বাড়িতে সেই ধান কেটে দিয়ে গিয়েছেন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন