Snake Bite Death

সাপের কামড়ে কিশোরের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছাতনা সুপার স্পেশালিটি হাসাপাতালে বিক্ষোভ গ্রামবাসীদের

পরিবারের তরফ থেকে চাপ দেওয়ার পর সুপার স্পেশ‍্যালিটি হাসপাতাল থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০২:৩৪
Share:

সুপার স্পেশ‍্যালিটি হাসপাতাল চত্বরে গ্রামবাসীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র ।

সাপের কামড়ে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া ছাতনা সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ধানের জমি দেখতে গিয়ে বিষধর সাপ কামড়ায় সরবেড়িয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানাকে। তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সে ছাতনা সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য যায়। তাকে ফিরিয়ে দেয় হাসপাতাল বলে অভিযোগ। বলা হয় অভিভাবক কাউকে নিয়ে আসার জন্য। মৃত কিশোরের পরিবার জানায়, পরে তারা হাসপাতালে গেলে সেখানে বলা হয় যে সাপ নয় অন্য কোনও কিছুর আঘাত লেগেছে। পরিবারের তরফ থেকে চাপ দেওয়ার পর সুপার স্পেশ‍্যালিটি হাসপাতাল থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। সেখানে যাওয়ার পথে কিশোরের অবস্থার অবনতি ঘটে। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই কিশোরের মৃত্যু হয়।

দেহ ময়নাতদন্ত করে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার পর কিশোরের মৃতদেহ নিয়ে গ্রামের লোকেরা ছাতনা সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে জড় হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালের থেকে ছাতনা থানায় খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Advertisement

হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু জানান, মৃত কিশোরের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে। চিকিৎসায় গাফিলাতির অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

মৃত কিশোরের মা শিখা রানা অকালে তাঁর সন্তানকে হারানোর জন্য ছাতনা সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালকে দায়ী করেছেন। তার মতে সময়মতো চিকিৎসা পেলে তাঁর ছেলেকে হয়তো এ ভাবে হারাতে হত না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement