বুনো হাতি জেলাতেই

অজয় পেরিয়ে ঢুকে পড়া বুনো হাতিটি এখনও বীরভূম ছাড়ল না। বৃহস্পতিবার ভোর রাত থেকে হাতিটির অবস্থান ছিল সিউড়ির নগরী পঞ্চায়েত এলাকার কাঁটাবুনি গ্রামের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০১:৫৯
Share:

আলপথে: সিউড়ির নগরীর কাছে মাঠে ঘুরছে সেই হাতি। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

অজয় পেরিয়ে ঢুকে পড়া বুনো হাতিটি এখনও বীরভূম ছাড়ল না। বৃহস্পতিবার ভোর রাত থেকে হাতিটির অবস্থান ছিল সিউড়ির নগরী পঞ্চায়েত এলাকার কাঁটাবুনি গ্রামের কাছে। সকালে বেশ কিছুটা ধান জমির ক্ষতি করে সে। পরে এলাকাবাসীর তাড়া খেয়ে সেটি দূরের বড়গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। এ দিন সন্ধ্যা পর্যন্ত হাতিটি ওই গ্রামের কাছে রয়েছে বলে এডিএফও দিলীপকুমার জানা জানিয়েছেন। গত সোমবার অজয় পেরিয়ে ওই বুনো হাতিটি প্রথমে দুবরাজপুরে ঢুকে পড়ে। দুবরাজপুর শহরে টহল দিয়ে ব্লকের দু’টি জঙ্গলে দিনভর কাটিয়ে সোমবার রাতেই রাজনগর এলাকায় ঢোকে। তারপর সেখানে দু’দিন কাটিয়ে সিউড়িতে যায়। বন দফতরের অধিকারিকেরা বলছেন, ‘‘লোকালয়ে হাতিটি যাতে না চলে আসে, মানুষের ক্ষতি না করে, তা দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement