ইন্দাসে ফুটবল অ্যাকাডেমি

এলাকার তরুণ ফুটবলারদের কোচিং এর জন্য ইন্দাসে চালু হল রুরাল ফুটবল অ্যাকাডেমি। শনিবার দুপুরে ইন্দাস হাইস্কুল সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। বিকেলে ইন্দাস বিডিও একাদশ ও সভাপতি একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইন্দাস শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৫ ০০:১৯
Share:

এলাকার তরুণ ফুটবলারদের কোচিং এর জন্য ইন্দাসে চালু হল রুরাল ফুটবল অ্যাকাডেমি। শনিবার দুপুরে ইন্দাস হাইস্কুল সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। বিকেলে ইন্দাস বিডিও একাদশ ও সভাপতি একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। দু’টি দলেই ছিলেন বাংলার বরেণ্য বহু প্রাক্তন ফুটবলাররা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বাংলার প্রাক্তন ফুটবল অধিনায়ক বিকাশ পাঁজি, প্রাক্তন ভারত অধিনায়ক সুমিত মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, বাসুদেব মণ্ডল, অমিত দাস, তরুণ দে, অলোক দাস, বাবু মানি প্রমুখ। ম্যাচ অবশ্য ১-১ গোলে ড্র হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন সহ অনেকে।

Advertisement

ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, “ব্লকে সরকারি ভাবে খাস ঘোষিত ১৯টি পুকুর মাছচাষের জন্য লিজ দেওয়া হয়েছে। লিজ দেওয়া পুকুর থেকে সংগৃহীত অর্থ পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলে জমা রাখা হচ্ছে। ফুটবল অ্যাকাডেমির জন্য বছরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে সেই টাকা মেটানো হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, আপাতত এই ফুটবল অ্যাকাডেমিতে এলাকার প্রতিভাবান ফুটবলারদের কোচিং দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন বাংলার প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। সপ্তাহে দু’দিন বিকাশবাবু ইন্দাসে আসবেন। ইন্দাস হাইস্কুল সংলগ্ন ফুটবল মাঠে কোচিং চলবে। প্রাথমিক ভাবে প্রশিক্ষণের জন্য এলাকার ৫৫ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে। পরে চূড়ান্ত ভাবে ৩০ জনকে বাছা হবে। বিডিও আরও জানিয়েছেন, এই ফুটবল অ্যাকাডেমি আগামীদিনে আবাসিক করার ইচ্ছা রয়েছে। ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন ও প্রদর্শনী ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন