টানা বর্ষণের জেরে বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন জেলাশাসক ও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকেরা। পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে তাঁরা আরও ৩০ হাজার ত্রিপল চেয়েছেন। মুখ্যমন্ত্রী বিপর্যয় ব্যবস্থাপণ দফতরকে বলেছেন যতটা দেওয়া যায় তা দেখতে।