Chinmoy Krishna Das

বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণের মামলা, এসএসকেএমে কেমন আছেন আইনজীবী রবীন্দ্র? ফিরতে পারবেন?

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র। বৃহস্পতিবার তাঁর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রামে। তার আগে বুধবার দেশে ফেরার কথা ছিল রবীন্দ্রের। কিন্তু তিনি অসুস্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৮
Share:

(বাঁ দিকে) বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।

বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে সুস্থ রয়েছেন তিনি। তবে বুকে চিনচিনে ব্যথা এখনও রয়েছে। মঙ্গলবার রাতে রবীন্দ্রের শারীরিক কিছু পরীক্ষানিরীক্ষা করে দেখা হয়েছে। বুধবার সকালেও ডাক্তারেরা তাঁকে দেখে গিয়েছেন। আরও কয়েকটি শারীরিক পরীক্ষা করা হতে পারে তাঁর। এসএসকেএমের হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র। চলতি মাসেই তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে পুত্র রাহুলের বাড়িতে থাকছিলেন রবীন্দ্র। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রবীন্দ্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।

রবীন্দ্র জানান, তাঁর মূলত তিনটি শারীরিক সমস্যা। হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি রয়েছে প্রস্রাবের সমস্যা। এ ছাড়া, পুরনো অস্ত্রোপচার সংক্রান্ত কিছু সমস্যাও রয়েছে বাংলাদেশের বর্ষীয়ান এই আইনজীবীর।

Advertisement

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণকে। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। নিজের পক্ষে লড়ার জন্য প্রথমে কোনও আইনজীবীও পাননি এই সংখ্যালঘু নেতা। আগামী বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাঁর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রামে। রবীন্দ্র জানিয়েছেন, বুধবারই দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘‘মামলা নিয়ে চিন্তায় আছি। বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে পারব কি না, নিশ্চিত নই। তবে আমি ২০ জন আইনজীবী দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement