Rahul Gandhi in West Bengal

রাহুল গান্ধী আসতে চান বাংলায়, নেতাদের জানিয়ে পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করার ডাক দিলেন সেনাপতি বেণুগোপাল

বৈঠকে উপস্থিত নেতাদের কাছে ভেনুগোপাল স্পষ্ট বার্তা দেন, জোট নয়, এখন কংগ্রেসের প্রথম কাজ সংগঠনকে শক্তিশালী করা। সিপিএমের সঙ্গে সম্ভাব্য জোটের প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, “এই মুহূর্তে কংগ্রেস মতাদর্শের লড়াই লড়ছে। সেই লড়াই চলবে। ভোটের সময় জোট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৭
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলায় কংগ্রেসকে নতুনভাবে গুছিয়ে তোলার উদ্যোগ শুরু করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়ে দিলেন— সব রাজ্যে বড় কর্মসূচিতে অংশ নিতে চান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে উপস্থিত নেতাদের কাছে বেণুগোপাল স্পষ্ট বার্তা দেন, জোট নয়, এখন কংগ্রেসের প্রথম কাজ সংগঠনকে শক্তিশালী করা। সিপিএমের সঙ্গে সম্ভাব্য জোটের প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, “এই মুহূর্তে কংগ্রেস মতাদর্শের লড়াই লড়ছে। সেই লড়াই চলবে। ভোটের সময় জোট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

বিহারে কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ যে ইতিবাচক সাড়া পেয়েছে, সেটিকে উদাহরণ হিসাবে টেনে বেণুগোপাল রাজ্য নেতৃত্বকে জানান, বাংলাতেও এমন কর্মসূচি আয়োজন করতে হবে। তাঁর বক্তব্য, বড় সমাবেশ বা রাজনৈতিক সম্মেলন করা গেলে রাহুল সরাসরি অংশগ্রহণ করবেন। এতে শুধু কর্মীদের মনোবল বাড়বে না, রাজ্যে কংগ্রেসের অবস্থানও শক্ত হবে। সভায় তিনি আরও নির্দেশ দেন, সংগঠনকে প্রান্তিক স্তর পর্যন্ত শক্ত করতে হবে। এজন্য দ্রুত ব্লক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরকে। ভেনুগোপালের বার্তা ছিল পরিষ্কার—“প্রথমে সংগঠনকে মজবুত করুন, তাহলেই নির্বাচনে ভালো ফল আসবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে বাংলায় কংগ্রেস কার্যত প্রান্তিক শক্তি হয়ে থেকেছে। এ বার বিধানসভা ভোটের আগে এআইসিসি চাইছে, দল যেন সর্বত্র নিজের সাংগঠনিক উপস্থিতি জানিয়ে দিতে পারে। রাহুলকে আসা সেই প্রচেষ্টাকে আরও গতি দেবে বলেই মনে করছেন কংগ্রেস নেতারা। সব মিলিয়ে, আসন্ন ভোটের আগে কংগ্রেসের কৌশল স্পষ্ট—প্রথমে সংগঠন, পরে প্রয়োজনে জোট। আর তারই সূচনায় বাংলায় রাহুলের সফরের পরিকল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement