Dakhineshwar Rail Station

দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রী-স্বাচ্ছন্দ্যে একাধিক পদক্ষেপ রেলের

স্টেশনের প্ল্যাটফর্মে মেরামতির পাশাপাশি প্ল্যাটফর্মে পৌঁছনোর র‌্যাম্প ধরে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদেরসুরক্ষা বাড়াতে ব্যবস্থা নেওয়াহয়েছে। নিচু পাঁচিলের পরিবর্তে সেখানে বসানো হয়েছে তারের উঁচু বেড়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৯:৪৬
Share:

দক্ষিণেশ্বর রেল স্টেশন। —ফাইল চিত্র।

মেট্রোপথে যুক্ত হওয়ার পরে দক্ষিণেশ্বরে যাত্রীদের যাতায়াত আগের চেয়ে তুলনায় অনেকটাই বেড়েছে। যাত্রীদের বর্ধিতচাহিদার সঙ্গে তাল রেখে এ বার মেট্রো স্টেশন সংলগ্ন দক্ষিণেশ্বর রেল স্টেশন সংস্কারের কাজেহাত দিয়েছেন রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ-ডানকুনি শাখারদক্ষিণেশ্বর স্টেশনের অবস্থান কিছুটা উঁচুতে। ওই স্টেশনের প্ল্যাটফর্মে মেরামতির পাশাপাশি প্ল্যাটফর্মে পৌঁছনোর র‌্যাম্প ধরে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদেরসুরক্ষা বাড়াতে ব্যবস্থা নেওয়াহয়েছে। নিচু পাঁচিলের পরিবর্তে সেখানে বসানো হয়েছে তারের উঁচু বেড়া।

রেল সূত্রের খবর, যাত্রী-সুরক্ষা ছাড়াও যাতায়াতের পথেআশপাশ থেকে যাতে কেউ আবর্জনা ফেলতে না পারেন, তা নিশ্চিত করতেই তারের উঁচু বেড়ার ব্যবস্থাকরা হয়েছে। এ ছাড়াও, ওইস্টেশনের দু’টি প্ল্যাটফর্মের গ্রিলের বেড়া সংস্কার এবং রং করাহয়েছে। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীবসাক্সেনার নির্দেশে দক্ষিণেশ্বর স্টেশনের একাধিক ক্ষেত্র উন্নত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন