কলকাতায় পুজোর শেষ দিকে বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।
দুর্গাপুজোর শুরুটা মোটের উপর শুকনোই গিয়েছে। কলকাতার মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু পুজোর শেষের দিকে যে বৃষ্টি হবে, আগেই সেই আভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই তা নিম্নচাপে পরিণত হবে। দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর-পূর্বে সরবে এবং নবমীর বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। ৩ অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে।
১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্র উত্তাল থাকবে। বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়া। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বুধবার। তবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার, দশমীতে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি হতে পারে বজ্রপাত। কোথাও কোথাও হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এ ছাড়া, শহরে শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার পাশাপাশি দশমীতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। এ ছাড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হতে পারে অতি ভারী বর্ষণ (৭ থেকে ২০ সেন্টিমিটার)। শুক্রবার একাদশীতে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার এবং শনিবার এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।