Indian Railway

রাজধানী এক্সপ্রেসে এ বার যাত্রীদের জন্য বিনামূল্যে ম্যাগাজিন

শুক্রবার রেল কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ওই ম্যাগাজিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২০:১৬
Share:

শিয়ালদহ-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেনে যাঁরা যাত্রা করবেন, তাঁরা প্রত্যেকেই বিনামূল্যে ওই ম্যাগাজিন পাবেন।

‘রাজধানী’ এক্সপ্রেসে যাত্রীরা এ বার বিনামূল্যে পাবেন লাইফস্টাইল ম্যাগাজিন। আজ, শুক্রবার রেল কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ওই ম্যাগাজিন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেনে (রাজধানী) যাঁরা যাত্রা করবেন, তাঁরা প্রত্যেকেই বিনামূল্যে ওই ম্যাগাজিন (স্টিমট্র্যাক) পাবেন।

শিয়ালদহ-এ ডিআরএম এসপি সিংহ অন্যান্য রেলকর্তাদের উপস্থিতিতে এ দিন ওই ম্যাগাজিনটি যাত্রীদের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেও দাস জানিয়েছেন, মূলত ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি, ইতিহাস, খেলা, খাদ্য, পরিবেশ-সহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ থাকবে ওই ম্যাগাজিনে। বিমানে চড়ার সময় এ রকম নানা ধরনের ম্যাগাজিন পড়ার সুযোগ পান যাত্রীরা। অনেকটা সেই ধাঁচেই ‘রাজধানী’ এক্সপ্রেসের যাত্রীদের জন্যেও ম্যাগাজিনের ব্যবস্থা করল ভারতীয় রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন