Government Drivers Remuneration

বেতন বাড়ছে চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের, কত বছর অভিজ্ঞতায় কত টাকা মিলবে, জানাল নবান্ন

চুক্তিভিত্তিক গাড়ির চালকদের বেতন বৃদ্ধি করল সরকার। বর্ধিত বেতন কাঠামো ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই প্রযুক্ত হবে। কত বছরের অভিজ্ঞতায় কত টাকা মিলবে, তার তালিকা প্রকাশ করেছে নবান্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৫:০৫
Share:

চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নবান্নের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চুক্তিভিত্তিক গাড়ির চালকদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ে বেতন বাড়ানো হয়েছে আড়াই হাজার টাকা। তার পর অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের পরিমাণ বাড়বে। কত বছরের অভিজ্ঞতায় কত টাকা মিলবে, তার একটি তালিকা সোমবার প্রকাশ করেছে নবান্ন। বর্ধিত বেতন প্রযুক্ত হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।

Advertisement

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরনিগম, পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি গত কয়েক দিন ধরেই বিবেচনা করা হচ্ছিল। রাজ্য সরকারের অর্থ দফতর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা শুরুতেই পেতেন সাড়ে ১৩ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হল ১৬ হাজার টাকা। অর্থাৎ, সরকারি গাড়ির চালক হিসাবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলেই তিনি মাসে ১৬ হাজার টাকা করে পাবেন। প্রথম পাঁচ বছর তাঁর বেতন বাড়বে না।

সরকারি তালিকা অনুযায়ী, পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন। যাঁদের অভিজ্ঞতা কমপক্ষে ১০ বছর, তাঁরা পাবেন মাসে ২৫ হাজার টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে মিলবে ৩১ হাজার টাকা করে। যাঁদের সরকারি গাড়ির চালক হিসাবে ২০ বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে। ৬০ বছর বয়স পর্যন্ত চালকদের ক্ষেত্রে এই পরিবর্তিত বেতন প্রযোজ্য হবে।

Advertisement

এ ছাড়াও, যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত হন, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানার পর তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়েক বলেন, “রাজ‍্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের সাম্মানিক বৃদ্ধি করছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি। বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement