ভুবনেশ্বর যেতে রাজি গৌতম

নারদ-এর পরে রোজ ভ্যালি।সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে কয়েক দিনের মধ্যেই ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই। আর সেটা করা গেলে নতুন করে আরও বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসতে পারে বলে মনে করছে সিবিআই।

Advertisement

সুনন্দ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:২৪
Share:

নারদ-এর পরে রোজ ভ্যালি।

Advertisement

সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে কয়েক দিনের মধ্যেই ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই। আর সেটা করা গেলে নতুন করে আরও বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসতে পারে বলে মনে করছে সিবিআই। এর আগে এক বার গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জেরা করেছিল সিবিআই। সেখানে পাওয়া গৌতমের বয়ানের ভিত্তিতেই পরে দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতার করা হয়। প্রভাবশালীদের একাংশের আশঙ্কা— ফের ভুবনেশ্বরে নিয়ে গেলে আরও অনেকের নাম বলে দিয়ে বিপদ বাড়াতে পারেন গৌতম।

ভুবনেশ্বরে যাওয়া নিয়ে আগে বেঁকে বসলেও সম্প্রতি গৌতম রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। যত দিন না তিনি সিবিআই অফিসারদের মুখোমুখি বসছেন, তত দিন জামিনের আর্জি গ্রাহ্য হওয়ার সম্ভাবনা কম। এটা জানার পরই ভুবনেশ্বরে যেতে রাজি হয়েছেন গৌতম।

Advertisement

জানুয়ারির ১২ তারিখ ভুবনেশ্বর আদালতে গৌতমকে জেরা করতে চেয়ে আর্জি জানিয়েছিল সিবিআই। এর পরই ১৬ জানুয়ারি রাতে বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি হন গৌতম। সূত্রের খবর, বেশ কিছু শীর্ষ রাজনৈতিক নেতাও চাইছিলেন না রোজ ভ্যালি-কর্তা ভুবনেশ্বরে যান। সিবিআইয়ের অভিযোগ, ভুবনেশ্বর যাওয়া আটকাতে অসুস্থতাই ছিল তাঁর একমাত্র ঢাল। বেশ কিছু দিন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি থাকার পরে আদালতের প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। জানুয়ারির শেষ দিনেই প্রেসিডেন্সি জেলে ফিরে যান গৌতম। এখনও তিনি জেলের হাসপাতালেই ভর্তি। তবে ভুবনেশ্বর যেতে রাজি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন