কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় কখনও কখনও হালকা বৃষ্টি হতে পারে। তবে বড়সড় ঝড়বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তাপমাত্রাও ক্রমশ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কেবল বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেনি। তবে গত কয়েক দিনে আকাশ মূলত মেঘলাই থাকছে। থেকে থেকে বৃষ্টিও হচ্ছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে একই পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে বুধবার।
বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কমবেশি সব জেলায়। উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তার পরের দু’দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর আবার ধীরে ধীরে নামবে পারদ। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম এখনই কমছে না। উত্তর থেকে দক্ষিণে ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।