West Bengal Weather Update

আরও সুষ্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল! আগামী ২৪ ঘণ্টা উত্তাল থাকবে সমুদ্র, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের দুই জেলায়

বুধবার সকালে আংশিক মেঘলা ছিল কলকাতার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১১:২৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বৃষ্টি থামার পর গত দু’দিন ধরে ভোরের দিকে হালকা শীতের আমেজ দেখা দিয়েছে বঙ্গে। সেই আবহে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর! বুধবারই দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। আপাতত সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার তা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে। ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আরও এগোবে সেটি। এ ছাড়া, দক্ষিণ বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এ সবের জেরে আগামী ২৪ ঘণ্টা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। আচমকা খুব বেশি পারদপতনেরও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে শীতের আমেজ খানিকটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরের জেলাগুলিতে আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

Advertisement

বুধবার সকালে আংশিক মেঘলা ছিল কলকাতার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement