Samyukta Kisan Morcha

আলু চাষে ‘ক্ষতি’, পথে নামবে কিসান মোর্চা

সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার তরফে অমল হালদার, কার্তিক পালদের দাবি, আলুর অভাবী বিক্রির কারণে আলুচাষিরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪২
Share:

পথে নামতে চলেছে সংযুক্ত কিসান মোর্চা।

আলুর কুইন্টাল প্রতি ১৩০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা এবং সরকারি ক্রয় নিশ্চিত করা, চালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে পথে নামতে চলছে সংযুক্ত কিসান মোর্চা। তারা জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন গ্রামে এক ঘণ্টা পথ অবরোধ করা হবে। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার তরফে অমল হালদার, কার্তিক পালদের দাবি, আলুর অভাবী বিক্রির কারণে আলুচাষিরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষ বছরভর ৩৫-৪০ টাকা কেজি দরে আলু কিনলেও, চাষিরা চাষের খরচও তুলতে পারছেন না। এই পরিস্থিতিতে সরকারের কাছে আলু কিনে হিমঘরের অন্তত ২৫% ক্ষেত্রে তা সংরক্ষণ এবং বিপণনের জন্য দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি, কেন্দ্রের নতুন কৃষি বিপণন নীতি (এনপিএফএএম) রাজ্য সরকার যাতে প্রত্যাখ্যান করে, সেই সংক্রান্ত দাবিপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর পরিকল্পনাও নিয়েছে মোর্চা। নতুন কৃষি-নীতির বিরোধিতায় আগামী ২০ মার্চ মৌলালি যুবকেন্দ্রে রাজ্য সম্মেলনের ডাকও দিয়েছে তারা। এই মর্মে রাজ্য জুড়ে এক লক্ষ প্রচারপত্র কৃষকদের কাছে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন