Shovan Chatterjee

শোভন কি এখনও তৃণমূলের ‘নজরে’

বিধানসভার সদস্য পদ না ছেড়ে দল ছেড়ে গিয়েছেন এমন বিধায়কদের কাছে তাঁদের রাজনৈতিক অবস্থান জানতে চাইছে তৃণমূল।

Advertisement

রবিশঙ্কর দত্ত

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৪:২৬
Share:

ফাইল চিত্র।

পদত্যাগী শোভন চট্টোপাধ্যায়কে কি এখনও আলাদা চোখেই দেখে তৃণমূল? দু’বছরেরও বেশি সময় দল ছেড়ে চলে গেলেও শোভন-বিজেপি টানাপড়েনের মাঝে এই প্রশ্নই ভেসে উঠেছে তৃণমূলের এক পদক্ষেপ ঘিরে।

Advertisement

বিধানসভার সদস্য পদ না ছেড়ে দল ছেড়ে গিয়েছেন এমন বিধায়কদের কাছে তাঁদের রাজনৈতিক অবস্থান জানতে চাইছে তৃণমূল। তবে দলের এই পদক্ষেপের বাইরে থাকছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন। অন্য দলত্যাগী বিধায়কদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হলেও শোভন কেন বাদ রইলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দলের অন্দরেও। চলতি বিধানসভায় শোভনের পরে তৃণমূলের ১৪ জন বিধায়ক দল ছেড়েছেন। তাঁদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী বিধায়ক পদ ছেড়েছেন। বাকিরা কেউই বিধায়ক পদ ছাড়েননি।

অনেকের মতে, সম্ভবত শোভনের সঙ্গে পুরনো সম্পর্ক উদ্ধারের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ তৃণমূলের। অন্য একটি অংশের অবশ্য ব্যাখ্যা, শোভন বিজেপিতে গেলেও সেখানে তাঁকে ঘিরে দড়ি টানাটানি চলছেই। তাতেই ইন্ধন জোগাতে এই পদক্ষেপ। তবে তৃণমূলের পরিষদীয় দলের একটি সূত্র অবশ্য জানিয়েছে, এখন না হলেও শোভনকেও এই চিঠি পাঠানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন