Jadavpur University

যাদবপুরে ছবি বনাম ভিডিয়ো ধোঁয়াশাতেই! দেবাংশুকে জবাব সৃজনের: আহত ইন্দ্রানুজের ‘মাওবাদী’ পরিচয়টা গৌণ

দেবাংশু প্রশ্ন তুলেছিলেন, যে ইন্দ্রানুজ প্রকাশ্যে নিজেকে মাওবাদীদের সমর্থক বলে পরিচয় দিতেন, তাঁর পাশে এসএফআই কেন দাঁড়াল? সৃজন জবাব দিতে গিয়ে বলেছেন, আক্রান্ত ছাত্রের রাজনৈতিক পরিচয় গৌণ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২০:৪৩
Share:

(বাঁ দিকে) দেবাংশু ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য (ডান দিকে)। —ফাইল ছবি।

তর্ক অব্যাহত। ‘ছবি’ কিন্তু এখনও অস্পষ্টই!

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ইন্দ্রানুজ রায় নামের এক ছাত্রকে পিষে দেয় বলে অভিযোগ করছে বাম ছাত্র সংগঠনগুলি। ব্রাত্যের গাড়ির নীচে এক জনের আড়াআড়ি পড়ে থাকার ছবি সমাজমাধ্যমে ভাইরাল। যে ছবি গত রবিবার প্রথম পাতায় প্রকাশ করেছিল সিপিএমের প্রভাতী মুখপত্রও। ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে সেটি কোন ভিডিয়ো থেকে নেওয়া হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুকে জবাব দিতেই বুধবার সাংবাদিক বৈঠক করলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য।

মঙ্গলবার দেবাংশু প্রশ্ন তুলেছিলেন, গাড়ির তলায় আড়াআড়ি ভাবে পড়ে থাকা ছাত্রের যে ‘স্ন্যাপ’ ভাইরাল করা হয়েছে, তার আসল ভিডিয়োটি কই? সৃজন একটি ভিডিয়ো দেখিয়ে বুধবার দাবি করেন, গাড়ির নীচে পড়েই ইন্দ্রানুজ আহত হয়েছেন। এসএফআই রাজ্য দফতরে পর্দায় সেই ভিডিয়ো দেখান সৃজন। যে ভিডিয়োতে এগিয়ে চলা একটি গাড়ির পিছনের অংশের ফুটেজ দেখা যাচ্ছে। অন্য দিকে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি একেবারে সামনের অংশের। কিন্তু সৃজনের দেখানো ভিডিয়োতে নির্দিষ্ট ওই অংশের ফুটেজ নেই। যদিও ফুটেজ দেখিয়ে সৃজন দাবি করেছেন, দেখা যাচ্ছে গাড়িটি একটা জায়গায় গিয়ে ‘বাম্প’ করছে। কিন্তু যাদবপুর ক্যাম্পাসে কোথাও স্পিডব্রেকার নেই। তা হলে বাম্প হল কী ভাবে? ফলে ছবি এবং ভিডিয়ো নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা রয়েই গেল। সিপিএমের ছাত্র সংগঠন অবশ্য পাল্টা দাবি করেছে, যে স্থিরচিত্রটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, তা যে নির্মিত, তা যে আসল নয়, তা প্রমাণ করুক রাজ্য সরকার।

Advertisement

দেবাংশু আরও প্রশ্ন তুলেছিলেন, যে ইন্দ্রানুজ প্রকাশ্যে নিজেকে মাওবাদীদের সমর্থক বলে পরিচয় দিতেন, যিনি ফেসবুকে লিখেছিলেন ‘ভারত রাষ্ট্র ধ্বংস হোক’, তাঁর পাশে এসএফআই কেন দাঁড়াল? সৃজন সেই প্রশ্নে জবাব দিতে গিয়ে বলেছেন, ‘‘ইন্দ্রানুজ যে মাওদবাদীদের প্রতি সহানুভূতিশীল, তা তো নতুন নয়। কিন্তু এখানে তাঁর রাজনৈতিক পরিচয় গৌণ। তিনি অন্যদের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া হিসাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নেমেছিলেন। এই দাবিতে যদি টিএমসিপির কেউ আন্দোলনে নেমে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়তেন, তাঁর পাশেও দাঁড়াতাম।’’

দেবাংশু আরও কিছু প্রশ্ন তুলেছিলেন এসএফআইয়ের উদ্দেশে। তার মধ্যে অন্যতম ছিল, এসএফআই যে তৃণমূলের বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার অভিযোগ করছে, তার সপক্ষে প্রমাণ দিক। পাল্টা সৃজন ছবি দেখিয়ে দাবি করেন, পূর্ব মেদিনীপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন ওয়েবকুপার বৈঠকে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement