বিরাট কোহলি। —ফাইল চিত্র।
পাকিস্তানের বিরুদ্ধে শতরান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৪ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির এই দুই ইনিংস তাঁকে এক দিনের ক্রিকেটে ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে দিয়েছে। আইসিসির ক্রমতালিকায় এখন তিনি চতুর্থ স্থানে। দু’ধাপ নেমে রোহিত শর্মা এখন পঞ্চম স্থানে।
এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন শুভমন গিল। দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজ়ম। এত দিন তৃতীয় স্থানে ছিলেন ভারত অধিনায়ক রোহিত। তিনি নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। চতুর্থ স্থানে ছিলেন তিনি। সেই জায়গা এখন নিয়েছেন কোহলি। তিনি ছিলেন পঞ্চম স্থানে। এখন যে স্থানে রয়েছেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলার কারণে এই তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন শ্রেয়স আয়ার। তিনি ছিলেন নবম স্থানে। ১৩ ধাপ উঠে দশম স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সেই কারণেই ১০ নম্বরে উঠে এসেছেন জ়াদরান।
এক দিনের ক্রিকেটে বোলিংয়ের ক্রমতালিকায় উন্নতি করেছেন মহম্মদ শামি। তিনি এর আগে ১৪ নম্বরে ছিলেন। তিন ধাপ উঠে ১১ নম্বরে রয়েছেন বাংলার পেসার। প্রথম দশের মধ্যে ভারতীয়দের মধ্যে রয়েছেন শুধু কুলদীপ যাদব। তিনি তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু নেমে গিয়েছেন ষষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি তৃতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার মাহিস থিকসানা।