SSC Case

১৪০০ ‘দাগি অযোগ্য’ আবেদন করেছিলেন চাকরির পরীক্ষায় বসার জন্য! প্রত্যেকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল কমিশন

কমিশনের এক কর্তা জানান, মোট ১৪০০ ‘দাগি অযোগ্যে’র অ্যাডমিট কার্ড তাঁরা বাতিল করেছেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে ২১৬০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে নবম-দশম স্তরের জন্য ১১৪০ এবং একাদশ-দ্বাদশ স্তরের জন্য ১০২০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ২১:৫২
Share:

কলকাতার রাস্তায় চাকরিহারাদের আন্দোলন। —ফাইল চিত্র।

‘দাগি অযোগ্য’দের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ‘দাগি অযোগ্য’দের কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে এর পরেও ‘দাগিদের’ অনেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন। এ বার কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ওই দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

কমিশনের এক কর্তা জানান, মোট ১৪০০ ‘দাগি অযোগ্যে’র অ্যাডমিট কার্ড তাঁরা বাতিল করেছেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে ২১৬০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে নবম-দশম স্তরে জন্য ১১৪০ এবং একাদশ-দ্বাদশ স্তরের জন্য ১০২০ অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। ঘটনাচক্রে, শনিবার সন্ধ্যাতেই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় ১৮০৪ জনের নাম রয়েছে। তবে কমিশন সূত্রে জানা যায়, অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে ২১৬০টি। এ বিষয়ে কমিশনের ওই কর্তার ব্যাখ্যা, অনেক ক্ষেত্রে একই ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রার্থী নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় স্তরের জন্যই আবেদন করেছিলেন। তাই মোট ‘দাগি অযোগ্যে’র সংখ্যার তুলনায় বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি।

২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেককে আবার চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’দের কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। গত বৃহস্পতিবারের শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ বলেছে, “বার বার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলব না। কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না।”

Advertisement

‘দাগি অযোগ্য’দের তালিকা কেন প্রকাশ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে কমিশনকে ওই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মতো শনিবার সন্ধ্যাতেই ১৮০৪ জনের নাম এবং রোলনম্বর-সহ তালিকা প্রকাশ করে কমিশন। এসএসসি-র ওয়েবসাইটে ইতিমধ্যে সেই তালিকা আপলোড করা হয়েছে। এ বার কমিশন পৃথক একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল, ওই ‘দাগি অযোগ্য’দের মধ্যে যাঁরা চাকরির পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement