Sate News

বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের কর্মীর অপমৃত্যু

ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কড়েয়ার লোয়ার রেঞ্জ এলাকায়। তাঁকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ২১:০৩
Share:

ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কড়েয়ার লোয়ার রেঞ্জ এলাকায়। তাঁকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম আজিজুল ইসলাম (৫০)। তিনি বাংলাদেশের নাগরিক। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনারের অফিসে কম্পিউটার অপারেটর এবং স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, লোয়ার রেঞ্জের বাড়িতে একাই থাকতেন আজিজুল ইসলাম। বাংলাদেশে তাঁর পরিবার থাকে। পরিজনদের বার বার কলকাতায় নিয়ে আসতে চাইলেও, তাঁরা আসতে রাজি না হওয়ায় বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তদন্তকারীরা জানান, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাঁকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হন আজিজুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন: সৈকতে গাড়ি কেন, ক্ষুব্ধ পরিবেশ আদালত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন