Abhishek Banerjee

গোষ্ঠী-দ্বন্দ্ব থামান, কড়া অভিষেক

জেলার নেতাদের সঙ্গে বৈঠকে মালদহের ব্লক ও টাউন স্তরে কিছু রদবদলের ইঙ্গিতও দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ০৫:২৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে গোষ্ঠী-দ্বন্দ্ব নিয়ে দলের মালদহ জেলা নেতৃত্বকে সতর্ক করে দিল তৃণমূল কংগ্রেস। সেই সূত্রেই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে মালদহের ব্লক ও টাউন স্তরে কিছু রদবদলের ইঙ্গিতও দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই ভাবে দলের ঘোষিত প্রচার কর্মসূচিকে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে জলপাইগুড়ির দলীয় নেতৃত্বকে।

ভোটের আগে ব্লক, টাউন ও অঞ্চল স্তরে সাংগঠনিক কাঠামো নিয়ে ইতিমধ্যেই জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন অভিষেক। কলকাতায় বুধবার মালদহ ও জলপাইগুড়ি জেলার নেতাদের ডেকে সবিস্তার আলোচনা করেছেন তিনি। রাজ্যে যে সব জেলায় দলের গোষ্ঠী-দ্বন্দ্বে তৃণমূল জেরবার, মালদহ তার মধ্যে অন্যতম। সূত্রের খবর, বৈঠকে তা নিয়েই জেলার নেতাদের সতর্ক করে অভিষেক বলেছেন, ‘এই গোষ্ঠী-দ্বন্দ্বের কারণে মালদহে ক্রমাগত খারাপ ফল হয়েছে তৃণমূলের। দল এই অবস্থা চলতে দেবে না’। এই প্রসঙ্গে একাধিক নেতার নাম করেই তিনি জানিয়েছেন, কে, কোথায় কী করেন, দল তা জানে। এই গোষ্ঠী-রাজনীতি বন্ধ করতে হবে। সেই সঙ্গেই এই দুই জেলার দলীয় নেতাদের ভোটার তালিকা ও সরকারি প্রকল্পের প্রচারে দেওয়া কর্মসূচি কার্যকর করতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন