২ সপ্তাহের মধ্যে পুরো ভিডিও ফুটেজ জমা দিক নারদ, নির্দেশ হাইকোর্টের

‘নারদ নিউজ’কে সময় দেওয়া হল দু’সপ্তাহ। তার মধ্যেই ‘স্টিং অপারেশনে’র মোট ৫২ ঘণ্টার পুরো ভিডিও ফুটেজটাই জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৬:২১
Share:

সেই ভিডিও ফুটেজ।--ফাইল চিত্র।

‘নারদ নিউজ’কে সময় দেওয়া হল দু’সপ্তাহ।

Advertisement

তার মধ্যেই ‘স্টিং অপারেশনে’র মোট ৫২ ঘণ্টার পুরো ভিডিও ফুটেজটাই জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট।

এই ভিডিও রেকর্ডিং কে করেছেন, তার পূর্ণাঙ্গ পরিচয় আর সেই রেকর্ডিং কবে, কখন ও কোথায় করা হয়েছে, কী ভাবে তা করা হয়েছে, একেবারে হলফনামা দিয়ে তা জানানোরও নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরা ও এডিটিং-এর আনুষঙ্গিক যন্ত্রগুলিও আদালতে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন- ভিডিওর জালে এ বার অপরূপা, সঙ্গে শঙ্কুদেবও

প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গড়া কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে।

আদালতে ‘নারদ নিউজে’র পক্ষে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আইনজীবী বিমল চট্টোপাধ্যায় যথা সময়ে ওই হলফনামা পেশ করা হবে বলে জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ৮ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement