State news

তিন গুণ ভাড়া বাড়ল দার্জিলিং টয় ট্রেনের

দার্জিলিঙে গিয়ে টয় ট্রেনে চড়তে গেলে এ বার খরচ করতে হবে তিন গুণেরও বেশি। কারণ, ভাড়া তিন গুণ বাড়তে চলেছে। সোমবার দার্জিলিং হিমালয় রেলওয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৭
Share:

ফাইল চিত্র।

দার্জিলিঙে গিয়ে টয় ট্রেনে চড়তে গেলে এ বার খরচ করতে হবে তিন গুণেরও বেশি। কারণ, ভাড়া তিন গুণ বাড়তে চলেছে। সোমবার দার্জিলিং হিমালয় রেলওয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। আগামিকাল থেকেই নতুন ভাড়া কার্যকরী হওয়ার কথা।

Advertisement

দার্জিলিং হিমালয় রেলওয়ে সূত্রের খবর, রেলওয়ের মুনাফায় যাতে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে করা যায় তার জন্যই এই সিদ্ধান্ত।

ভাড়া বেড়ে কী হল?

Advertisement

রেলওয়ে জানিয়েছে, এত দিন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে টয় ট্রেনের ফার্স্ট ক্লাসে ভাড়া ছিল ৩৬০ টাকা। এ বার তা বেড়ে হচ্ছে ১২৮৫ টাকা। টয় ট্রেনে সেকেন্ড ক্লাস বলে আর কিছু থাকছে না। পাশাপাশি, ভাড়া বেড়েছে জয়-রাইডেরও। দার্জিলিং থেকে ঘুম যাওয়ার জয়-রাইড ডিজেল ইঞ্জিনের ভাড়া ৬৩০ থেকে বেড়ে হল ৮০০ টাকা। আর স্টিম ইঞ্জিনের ভাড়া ১১০০ টাকা থেকে বেড়ে হল ১৩০০ টাকা। দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও অনেকটা বেড়েছে। কার্শিয়াং যেতে গেলে ২১০ টাকার বদলে এখন খরচ করতে হবে ৬৮০ টাকা।

দার্জিলিং হিমালয় রেলওয়ের ডিরেক্টর এম ডি ভুটিয়া বলেন, ‘‘২০১৫ সালের পর টয়ট্রেনের ভাড়া আর বাড়ানো হয়নি। মুনাফায় ঘাটতি হওয়ায় টয়ট্রেনের রক্ষণাবেক্ষণেও সমস্যা হচ্ছিল।’’ নতুন ভাড়ায় টয়ট্রেন লাভের মুখ দেখবে বলেই তাঁর মত।

আরও পড়ুন: দু’মাসে ১১ জনের মৃত্যু, নগ্ন হয়ে বারান্দাতেই ঘুরছেন আবাসিকেরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement