সিবিআইয়ে না সুদীপ্তের

রাজ্যের ওই মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সুদীপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন সারদার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮
Share:

—ফাইল চিত্র।

সারদা নিয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলা নিয়ে তাঁর আপত্তি নেই বলে বালুরঘাট আদালতে দাঁড়িয়ে জানালেন ওই লগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। একই সঙ্গে তিনি আর্জি জানান, ওই মামলা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া না-হয়।

Advertisement

রাজ্যের ওই মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সুদীপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন সারদার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। সুদীপ্ত সিবিআই না-চাইলেও তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে জানান, সংশ্লিষ্ট অন্য মামলার মতো এটিও সিবিআইয়ের হাতে চলে যাওয়া উচিত। কেননা সুপ্রিম কোর্ট বেআইনি অর্থ লগ্নি সংক্রান্ত যাবতীয় মামলা সিবিআইয়ের হাতে দিতে বলেছে।

বালুরঘাটে এক আমানতকারীর এই মামলার তদন্ত করে চার্জশিট দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ। এ দিন সাক্ষ্যগ্রহণে সুদীপ্ত ও দেবযানীকে উপস্থিত হতে বলা হয়েছিল। সেই অনুযায়ী কলকাতার জেল থেকে দু’জনকে নিয়ে বালুরঘাটে উপস্থিত হন রাজ্য পুলিশের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement