আগুনে জখম ডিএসপি

সুজিতবাবুর বাড়ি হুগলির ব্যান্ডেলে। গত সোমবার ভোরে আচমকাই তেতলা বাড়ির মেজ়ানিন ফ্লোরে আগুন লাগে। সস্ত্রীক সুজিতবাবু ছিলেন তেতলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০৪:০০
Share:

সুজিত বসু

বাড়িতে আগুন লেগে জখম হলেন রাজ্য পুলিশের ডিএসপি সুজিত বসু। জখম হয়েছেন তাঁর স্ত্রী রুণা বসুও। দু’জনকেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সুজিতবাবুর বাড়ি হুগলির ব্যান্ডেলে। গত সোমবার ভোরে আচমকাই তেতলা বাড়ির মেজ়ানিন ফ্লোরে আগুন লাগে। সস্ত্রীক সুজিতবাবু ছিলেন তেতলায়। সুজিতবাবুর দাদা অভিজিৎ বসু জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন সিঁড়ি বেয়ে তিনতলায় পৌঁছে যায়। ওই বাড়িতে সস্ত্রীক অভিজিৎবাবুও থাকেন। থাকেন তাঁদের বৃদ্ধা মা সুমিতাদেবীও। কিন্তু, তাঁদের কোনও ক্ষতি না হলেও সুজিতবাবুর হাতের তালু পুড়ে গিয়েছে।

অভিজিৎ ও সুজিতবাবুর ভাই সৌম্যজিৎ বসু ২০১০ সালের অক্টোবরে মাওবাদীদের হাতে মারা যান। রাজ্য পুলিশের অফিসার পার্থ বিশ্বাস ছিলেন সুজিতবাবুর বন্ধু। সেই সূত্রে সৌম্যজিতের সঙ্গেও তাঁর বন্ধুত্ব ছিল। সৌম্যজিৎ ও পার্থ বেড়াতে যান পুরুলিয়া। সেখানেই মাওবাদীরা তাঁদের অপহরণ করেন। পরে হত্যা করা হয় দু’জনকে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন