১৯ মে থেকে গরমের ছুটি স্কুলে, ঘোষণা পার্থর

আগামী ১৯ মে থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য ২১ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। স্কুল শিক্ষা দফতরের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে গরমের ছুটির দিন পরিবর্তন করা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ১৯:৩১
Share:

আগামী ১৯ মে থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য ২১ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। স্কুল শিক্ষা দফতরের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে গরমের ছুটির দিন পরিবর্তন করা হল। গরমের ছুটির পরে ১১ জুন স্কুলগুলি খুলবে।

Advertisement

রাজ্যের সব সরকারি স্কুল ও সরকার অনুমোদিত স্কুল অতিরিক্ত গরমের জন্য গত ১১ এপ্রিল থেকে বন্ধ আছে। এখনও সেগুলিতে ক্লাস শুরু হয়নি। তাহলে কি ওই ছুটি-ই বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করে দেওয়া হল? রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছেন, বর্তমান যে ছুটি চলছে তা শেষ হবে ১৪ মে। আগামী সোমবার, ১৬ মে স্কুলগুলি খুলবে। তার পরে ফের ১৯ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়বে।’’ পার্থবাবু বলেন, ছাত্রছাত্রীদের সবাইকেই এবার গরমের ছুটির কাজ দিতে বলা হয়েছে।

প্রচন্ড তাপপ্রবাহের থেকে মুক্তি দিতে গত ১১ এপ্রিল থেকে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল ভবন থেকে পার্থ চট্টোপাধ্যায় জানান, এচা মুখ্যমন্ত্রীর নির্দেশ। তবে কবে স্কুলগুলি খুলবে তা জানাননি পার্থবাবু। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে বলে স্কুল শিক্ষা দফতর জানিয়ে দিয়েছিল। সেই থেকে স্কুলগুলি বন্ধ।

Advertisement

আরও পড়ুন:

ভদ্রেশ্বরের মুদির মেয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় গোটা দেশে ১৯তম!

গত এক মাসে মাঝে রাজ্যে আবহাওয়া বদল হয়েছে অনেকটাই, কমেছে তাপপ্রবাহ। জেলায় জেলায় কালবৈশাখীরও দেখা মিলেছে। কিন্তু স্কুল খোলার পরবর্তী নির্দেশিকা জারি হয়নি। এক মাস পেরিয়েও ক্লাস শুরু নিয়ে কোনও আশার আলো দেখাতে পারছিল না স্কুল শিক্ষা দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন