CPIM

হিম্মত থাকলে একটা ভোট শান্তিতে হতে দিন: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ সূর্যকান্তর

পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী অশান্তির পর থেকে আমডাঙার হাজার দেড়েক বাসিন্দা এখনও ঘরছাড়া বলে সিপিএমের অভিযোগ। যাঁরা ঘরছাড়া, তাঁরা সবাই সিপিএমেরই সমর্থক বলে বাম নেতাদের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ২০:৫৬
Share:

ফাইল চিত্র

নির্বাচন নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আমডাঙার ‘ঘরছাড়া’দের ঘরে ফেরানোর দাবিতে কলকাতায় মঙ্গলবার মিছিল এবং সভা করল বামফ্রন্ট। নেতৃত্ব দিলেন সূর্যকান্ত। সেই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবাধ নির্বাচনে জিতে আসার চ্যালেঞ্জ। ‘হিম্মত’ থাকলে পুলিশকে থানায় রেখে আমডাঙায় লড়তে আসুক তৃণমূল— এমন চ্যালেঞ্জও এ দিন ছুড়েছেন সূর্য।

Advertisement

মঙ্গলবার দুপুরে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত পদযাত্রা করে বামেরা। সেখানেই ভাষণ দেন বামফ্রন্টের নেতৃবৃন্দ। পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী অশান্তির পর থেকে আমডাঙার হাজার দেড়েক বাসিন্দা এখনও ঘরছাড়া বলে সিপিএমের অভিযোগ। যাঁরা ঘরছাড়া, তাঁরা সবাই সিপিএমেরই সমর্থক বলে বাম নেতাদের দাবি।

মিথ্যা মামলায় ফাঁসিয়ে সিপিএম নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে আমডাঙায়, অভিযোগ বাংলার প্রাক্তন শাসক দলের। প্রত্যেককে মামলা থেকে অব্যহতি দিতে হবে, সব ঘরছাড়াদের ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে, যে তিন পঞ্চায়েতের বোর্ড গঠন এখনও হয়নি, সেখানে অবিলম্বে বোর্ড গড়তে হবে— এই রকম একগুচ্ছ দাবিতেই এ দিন মিছিল এবং বিক্ষোভ সভার ডাক দিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট। ধর্মতলার মঞ্চ থেকে সূর্যকান্ত মিশ্রর বার্তা— আমডাঙার মানুষ যেন নিজেদের একা না ভাবেন, গোটা বাংলা আমডাঙার পাশে আছে।

Advertisement

আরও পড়ুন: গবেষণার স্বপ্ন গরাদেই আটকে গেল! জেলেই অনশনে মাওবাদী নেতা অর্ণব

আমডাঙার ‘ঘরছাড়া’দের ঘরে ফেরানোর দাবিতে কলকাতায় মিছিল বামফ্রন্টের। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন তীব্র আক্রমণ করেছেন সূর্য। তাঁর সরাসরি চ্যালেঞ্জ, ‘‘মুখ্যমন্ত্রী আপনার যদি হিম্মত থাকে, একটা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করে দেখান।’’ বাংলার সব প্রান্তেই পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল সন্ত্রাস কায়েম করছে বলে সূর্যকান্ত মিশ্র এ দিনও তোপ দেগেছেন। সে প্রসঙ্গেও তাঁর চ্যালেঞ্জ, ‘‘মুখ্যমন্ত্রী আপনার যদি হিম্মত থাকে, তা হলে পুলিশকে থানায় থাকতে বলুন, আমডাঙা হোক বা অন্য কোথাও, কী ভাবে লড়তে হয়, আমরা বুঝে নেব।’’

আরও পড়ুন: ‘রথযাত্রা’ মামলার দ্রুত নিষ্পত্তির ইঙ্গিত, বৈঠকের ভিডিয়ো চাইল আদালত

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন