BJP

দিলীপ-শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার, ইটবৃষ্টি, পাল্টা মার বিজেপি-র

যারা ইট ছুড়ছিল, তাদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে বলে অভিযোগ। সঙ্গে শোনা যায় ‘বিজেপি হটাও’ স্লোগানও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:২১
Share:

বিজেপির মিছিলে ইট-পাটকেল ছোড়ার সময়। —নিজস্ব চিত্র

সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপি-র মিছিল ঘিরে দফায় দফায় গোলমাল হল। মিছিল লক্ষ্য করে তৃণমূলকর্মীরা ইট ছোড়ে বলে অভিযোগ বিজেপি-র। বিজেপি কর্মীরাও পাল্টা হামলা চালায়। সব মিলিয়ে একটা সময়ে গোলমাল বড় আকার নেয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গোলমালের পরে পরেই ঘটনাস্থলে যান রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। তাঁদের দাবি, বিজেপি-ই আগে হামলা করেছে। প্রসঙ্গত, যে এলাকায় গোলমাল হয়েছে, শোভনদেব ওই এলাকার বিধায়কও। তিনি জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার একই রুটে একটি ‘প্রতিবাদ মিছিল’ করবে তৃণমূল।

Advertisement

সোমবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বিকেল সাড়ে ৩টে নাগাদ শুরু হয় বিজেপি-র মিছিল। মিছিলে একটি সুসজ্জিত ট্যাবলোয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। মিছিল রাসবিহারীর দিকে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টে নাগাদ গোলমাল শুরু হয় মুদিয়ালি এলাকায়। মিছিল দেশপ্রাণ শাসমল রোডের কাছে যেতেই হঠাৎ রাস্তার উল্ দিক থেকে ইট ছোড়া শুরু হয়। যারা ইট ছুড়ছিল, তাদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে বলে অভিযোগ। সঙ্গে শোনা যায় ‘বিজেপি হটাও’ স্লোগানও। শুধু রাস্তার অপর পার থেকেই নয়, পাশের একটি বহুতল থেকেও ইট পড়তে থাকে মিছিলের উপরে। ইটের আঘাতে কেউ জখম না হলেও পাল্টা হামলা চালায় বিজেপি কর্মীরা। লাঠিসোটা নিয়ে গলির মধ্যে ঢুকে ‘অভুযুক্ত’দের ধাওয়া করে তারা। রাস্তার পাশে থাকা বেশ কিছু বাইকও ভাঙচুর করে তারা।

মিছিলে ইটবৃষ্টি এবং পাল্টা হামলা নিয়ে যখন গোলমাল চলছে, তখন আশপাশে সে ভাবে পুলিশকে দেখা যায়নি। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনী। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এর পর মোটামুটি নির্বিঘ্নেই মিছিল পৌঁছয় রাসবিহারী মোড়ে। সেখান থেকে শুভেন্দু এবং দিলীপ— দু’জনেই ওই হামলার নিন্দা করেন। শুভেন্দু বলেন, ‘‘যত ইট ছুড়বে, তত সাফ হয়ে যাবে তৃণমূল!’’

Advertisement

তবে এ সবই ‘নজর কাড়ার চেষ্টা’ বলে দাবি করেছেন মন্ত্রী অরূপ। গোলমাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন তিনি। সেখানে সংবাদমাধ্যমকে অরূপ বলেন, ‘‘এটা বিজেপি-র অরাজকতা তৈরির চেষ্টা। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ওদের মিছিলে লোক হয় না। মিছিলকে জনসমক্ষে নিয়ে আসতেই আগে থেকে পরিকল্পনা করে এই কাজ করেছে বিজেপি।’’ একই সঙ্গে অরূপের দাবি, ওই জায়গায় তৃণমূল কর্মীরা দলের পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় মিছিলে হাঁটা বিজেপি-র লোকেরা প্রথমে হামলা চালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ছেঁড়া হয়। ওই এলাকায় দলের একটি কার্যালয় ছাড়াও একটি ধর্মস্থানেও বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তোলেন অরূপ। একই সুরে শোভনদেব বলেন, ‘‘ইট ছোড়ার সময় তো কেউ দলের পতাকা হাতে নিয়ে যাবে না! আমাদের যে কর্মীদের হাতে দলীয় পতাকা ছিল, তাঁরা আসলে পতাকা লাগাচ্ছিলেন৷ বিজেপি-র মিছিল থেকে কুৎসিত অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করা হয়, ইট ছোড়া হয়৷ এতেই উত্তেজনা ছড়ায়৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন