Suvendu Adhikari

গভীর রাতে বাড়ি ফিরে রাতভর ঘুঁটি সাজালেন শুভেন্দু অধিকারী

শনিবারের রাজনৈতিক কর্মসূচি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে রাতভর প্রস্তুতি সেরেছেন শুভেন্দু। এমনটাই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১০:২৪
Share:

শুভেন্দু অধিকারী।— ফাইল চিত্র

দু’দিন দিল্লিতে কাটিয়ে শুক্রবার গভীর রাতে কাঁথির বাড়িতে ফিরে এসেছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহর সঙ্গে কলকাতায় ফিরে এলেও মিডিয়ার নজর এড়িয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাত্রি প্রায় আড়াইটে নাগাদ বাড়ি পৌঁছন তিনি। এরপর শনিবারের রাজনৈতিক কর্মসূচি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েই রাতভর প্রস্তুতি সেরেছেন শুভেন্দু। এমনটাই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।

Advertisement

সূত্রের খবর, আজ, শনিবার মেদিনীপুরে অমিতের সভায় গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। তাঁর সঙ্গেই বিজেপিতে যাওয়ার জন্য তৈরি উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তবে আর কোনও বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। শুভেন্দু ছাড়া অন্য কোনও জেলাস্তরের নেতা শনিবার দল বদলের মঞ্চে সামিল হবেন না বলেই খবর।

শুভেন্দু অনুগামীদের দাবি, তাঁরা শুভেন্দুর নির্দেশ মতোই পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক থেকে একাধিক গাড়িতে সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন। অনেকে আবার শুক্রবারই মেদিনীপুরের আশপাশে পৌঁছে গিয়েছেন। তবে আশঙ্কা রয়েছে, শনিবার শুভেন্দু বা তাঁর অনুগামীদের গাড়ি মেদিনীপুরের যাওয়ার পথে আক্রান্ত হতে পারে। এই বিষয়ে পুরো সতর্ক থাকছেন শুভেন্দু নিজেও।

Advertisement

আরও পড়ুন: আসছেন শাহ, মেদিনীপুরে সাজ সাজ রব, সভায় নজর গোটা রাজ্যের

আরও পড়ুন: এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠকে অমিত, মেদিনীপুর যাওয়ার আগে একাধিক কর্মসূচি

শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, ইতিমধ্যে শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও এখনও তিনি সেই নিরাপত্তা নেননি। ঘনিষ্ঠ মহলে শুভেন্দু জানিয়েছেন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও তা গৃহীত হয়নি। সেই হিসেবে এখনও তিনি তৃণমূলের বিধায়কই রয়েছে। তাই নীতিগত ভাবে তিনি এখনও কেন্দ্রীয় নিরাপত্তা নিতে পারেন না। শনিবার তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে চলে আসবেন বলে সূত্রের খবর।

মেদিনীপুরে অমিত শাহর সভাতে পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রায় সাড়ে ৩০০ কর্মী যাচ্ছেন বলে খবর। শুভেন্দুর ডাকেই যে সভায় যাচ্ছেন, সে কথাই তাঁরা জানিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সাগরভাঙ্গা এলাকায় দেখা গেল, বেশ কয়েকটি বাসে মানুষ যাচ্ছেন মেদিনীপুরের সভায়। কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলায় ক্রমাগত শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার পড়েছিল। তাঁর অনুগামীরা রক্তদান শিবির করে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন