Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Amit Shah

বিবেকানন্দের পৈতৃক বাড়িতে অমিত, মুখে ‘ভারতমাতা’র প্রসঙ্গ

শনিবার সিমলা স্ট্রিটে অমিত সফরসঙ্গী ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষও।

বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ। ছবি: টুইটার থেকে

বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ। ছবি: টুইটার থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৯:৫৯
Share: Save:

মেদিনীপুরের কলেজ ময়দানে জনসভায় যোগ দেওয়ার আগে শনিবার কলকাতায় একাধিক কর্মসূচি সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে নিউটাউনের হোটেলেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)এ- কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। হোটেল থেকে বেরিয়ে যান বিবেকানন্দের পৈতৃক বাড়িতেও। সেখান থেকে রওনা দেন দমদম বিমানবন্দরের উদ্দেশে।

শনিবার সকাল সাড়ে নটা নাগাদ এনআইএ-এর কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের পৈতৃক বাড়িতে। সেখানে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের অমিত বলেন, ‘‘বিবেকানন্দের এই পুণ্যভূমিতে আসতে পেরে আমি গর্বিত। তিনি অধ্যাত্মিকতা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছিলেন। বিবেকানন্দ বলেছিলেন সব দেবদেবী ভুলে ভারতমাতার আরাধনা করতে হবে। সেই বক্তব্যের ঠিক ৫০ বছর পরেই ভারত স্বাধীনতা পায়।’’

শনিবার সিমলা স্ট্রিটে অমিত সফরসঙ্গী ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষও। এ দিন মহারাজরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে উপহার হিসাবে তুলে দেন স্বামী বিবেকানন্দের রচনাবলি। সিমলা স্ট্রিট থেকে দমদম বিমানবন্দরে যান অমিত। এ নিয়ে টুইটও করেন তিনি।

আরও পড়ুন: আসছেন শাহ, মেদিনীপুরে সাজ সাজ রব, সভায় নজর গোটা রাজ্যের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফরের সময় কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির পড়ুয়ারা। হাতে কালো পতাকা এবং পোস্টার নিয়ে চলে অবস্থান বিক্ষোভ।

অমিত শাহের রাজ্য সফরের প্রতিবাদে কলেজ স্ট্রিটে পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

আরও পড়ুন: কুয়াশা বিভ্রাট কাটিয়ে শহরে অমিত শাহ, মধ্যরাতেও বিমানবন্দরে সমর্থকদের ঢল

রবিবার শান্তিনিকেতন যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে করবেন রোড শো। সব মিলিয়ে অমিতের এ দফার পশ্চিমবঙ্গ সফরের মূল লক্ষ্য যে আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, তা মোটের উপর স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE