শিক্ষকদের আর্জি

এখনও দৈনিক ক্লাসের ভিত্তিতে ভাতা দেওয়া হয় তাঁদের। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতার বাইরে তাঁরা। বৃত্তিমূলক কোর্সের পড়ুয়াদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেল মেলে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৪:০২
Share:

এখনও দৈনিক ক্লাসের ভিত্তিতে ভাতা দেওয়া হয় তাঁদের। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতার বাইরে তাঁরা। বৃত্তিমূলক কোর্সের পড়ুয়াদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেল মেলে না। এই রকম অসুবিধের কথা জানিয়ে রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিমন্ত্রী অসীমা পাত্রের দ্বারস্থ হল বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারী সমন্বয় সমিতি। বৃত্তি শাখার শিক্ষকেরা তাঁদের সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী থেকে বিধানসভার স্পিকারের কাছেও আর্জি জানান। সংগঠনের প্রতিনিধিদলকে মন্ত্রী অসীমা আশ্বাস দেন, মাসিক বেতন-সহ অন্যান্য সুবিধা যাতে বৃত্তিমূলক শিক্ষকেরা পান, তা বিবেচনা করবেন। সমন্বয় সমিতির রাজ্য সভাপতি অতীশ সেন জানান, আগামী সপ্তাহে তাঁরা অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন