চাঁদা চেয়ে শিক্ষিকার বাড়িতে হামলায় আলিপুরদুয়ারে ধৃত ২

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার শহরের বাবুপাড়া এলাকায় কুড়ি হাজার টাকা চাঁদা চেয়ে এক শিক্ষিকার বাড়িতে হামলা চালায় স্থানীয় কালী পুজো কমিটির সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০৩:৩৫
Share:

আক্রান্ত শিক্ষিকার বাড়িতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমর ভট্টাচার্য। রবিবার নারায়ণ দে-র তোলা ছবি।

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার শহরের বাবুপাড়া এলাকায় কুড়ি হাজার টাকা চাঁদা চেয়ে এক শিক্ষিকার বাড়িতে হামলা চালায় স্থানীয় কালী পুজো কমিটির সদস্যরা। গভীর রাতে ভেঙে দেওয়া হয় বারান্দার জানলার কাচ। শুক্রবার আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানান টুম্পা সাহা।

Advertisement

তারপরে শনিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। পরে কোচবিহার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চাঁদা কাণ্ডে দুই সদস্য গ্রেফতার হওয়ায় পরে ওই পুজো কমিটির মণ্ডপে আর পুজো হয়নি। রবিবার সকালে ওই শিক্ষিকার বাড়ি গিয়ে তাঁকে আশ্বাস দেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সমর ভট্টাচার্য। কোচবিহার জেলা পুলিশ সুপার অনুপ জায়সবাল জানান, ধৃতদের কোচবিহার আদালতে পাঠানো হয়েছে। কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত রায় ও মৃণাল বিশ্বাস। ধৃতরা খোলটা ঘাটপাড় এলাকার বাসিন্দা।

Advertisement

রবিবার এলাকায় গিয়ে দেখা যায় বিএম ক্লাবের মাঠে শনিবার যে কালীপুজোর আয়োজন চলছিল, তা বন্ধ। মণ্ডপটি অর্ধেক তৈরি অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনও মূর্তি। নাম প্রকাশে অনিচ্ছুক বাবুপাড়া এলাকার বাসিন্দারা জানান, সূর্য সঙ্ঘ নামে কিছু যুবক এলাকায় পুজো করে। তবে সেখানে কোনও ক্লাব নেই। এলাকায় কেউ নতুন বাড়ি করলে বা জমি কেনা বেচা হলেই আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। ভয়ে এলাকার বাসিন্দা কেউ মুখ খুলতে চান না।

টুম্পা জানান, শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধি যাওয়ার পরেই নড়চেড়ে বসে পুলিশ। এলাকা থেকে দু’জনকে ধরে নিয়ে যায়। রাতে কোচবিহার কোতোয়ালি থানা থেকেও ফোন করে ঘটনাটি শোনে পুলিশ। ঘটনার পরে নিরাপত্তাহীনতা ভোগ করায় নিজের বাড়িতে এক ভাড়াটিয়াকে বসিয়েছেন তিনি।

ওই শিক্ষিকার স্বামী কলকাতায় থাকেন। তিন বছরের মেয়েকে নিয়ে নিজের নতুন কেনা বাড়িতে ছিলেন শিক্ষিকা। পুলিশ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীও দাবি করেন, পুলিশ পদক্ষেপ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন