Madhyamik Result

কাল মাধ্যমিকের ফল, ফল বেরোবে সিবিএসই দশম শ্রেণিরও

মাধ্যমিকের পাশাপাশি আগামিকাল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৩:১১
Share:

—ফাইল চিত্র।

কাল, বুধবার প্রকাশ হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করা হবে মেধাতালিকাও। সকাল সাড়ে ১০টা থেকে জানা যাবে ফলাফল। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা ফল দেখে নিতে পারবেন এবিপি এডুকেশনের ওয়েবসাইটে। রেজাল্ট জানতে এখানে ক্লিক করবেন। এ ছাড়াও, wbresults.nic.in-সহ অন্যান্য ওয়েবসাইটেও রেজাল্ট জানা যাবে। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মাধ্যমিকের পাশাপাশি আগামিকাল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এ দিন টুইটারে এই ঘোষণা করেন তিনি। সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফল ১৭ জুলাই, হাতে মার্কশিট এ মাসেই

Advertisement

গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছে। গতবারের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কমলেও, ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ বছর ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন ছাত্র পরীক্ষায় বসে। মেয়েদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন।

আরও পড়ুন: বিধায়ক আত্মঘাতী, ইঙ্গিত পোস্টমর্টেমে, জানালেন স্বরাষ্ট্রসচিব​

আরও পড়ুন: বিজেপির বন্‌ধে মিশ্র সাড়া উত্তরবঙ্গে, উত্তপ্ত কোচবিহার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন